ফিচার

জাহাজভাঙা শিল্পে ঐতিহাসিক অধিকার পেল শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক : এই রায়ের ফলে এখন থেকে শ্রমিকদের মৃত্যু অথবা আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে জাহাজ ভাঙা শিল্পে নিয়োজিত শ্রমিকরা পুরাতন জাহাজ বিক্রয়কারী ব্রিটিশ শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে তাদের নায্য ক্ষতি পূরণ পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারবে।

স্বল্পমূল্যে ও সস্তাশ্রমে বিপদজনক পরিবেশে জাহাজ ভাঙার জন্য শ্রমিকদের মৃত্যু ও আহত হওয়ার ক্ষতিপূরণ দাবিতে এসব মামলা দায়ের করতে পারবে শ্রমিক অথবা তার পরিবারের সদস্যরা। খবর দ্যা গার্ডিয়ান।

সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলসের আপিল বিভাগ এ সংক্রান্ত একটি রায় দেন। বাংলাদেশি জাহাজ ভাঙা শিল্পে নিয়োজিত শ্রমিকদের ব্যাপারে দায়িত্বশীল দক্ষিণ এশিয়ায় জাহাজ বিক্রয়কারী লন্ডন ভিত্তিক একটি শিপিং কোম্পানির আপিলের ভিত্তিতে এ রায় দেয় আদালত।

যদিও এই বিক্রি প্রক্রিয়ায় তৃতীয় আরও পক্ষ জড়িত থাকে। বিশ্বের যে কোনও আদালতে এ সংক্রান্ত এটিই প্রথম রায়। রায়ের ফলে ২০১৮ সালে চট্টগ্রামে ৩ লাখ টনের একটি জাহাজ ভাঙার কাজে নিয়োজিত থাকা অবস্থায় শ্রমিক খালিদ মোল্লার মৃত্যুতে তার স্ত্রী হামিদা বেগমকে মামলা করার অধিকার দেয়া হয়। ফলে হামিদা বেগম লন্ডন ভিত্তিক মারান শিপিং কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন।

কাজের ক্ষেত্রে বাংলাদেশের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিবেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করে এই রায় এশিয়ার অন্যান্য জাহাজ ভাঙ্গা শিল্পের পরিবেশকে কাজের জন্য নিরাপদ ও উন্নত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই রায় আরও দুইটি দীর্ঘসময় চলমান ঘটনায় স্বল্প আয়ের দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠীকে পরিবেশ দূষণ ও ক্ষতির কারণে লন্ডন ভিত্তিক বহুজাতিক কোম্পানি ও তাদের সহায়কদের বিরুদ্ধ মামলা করতে অনুমোদন দিবে।

গত মাসে সুপ্রিম কোর্ট নাইজেরিয়ান কৃষক ও মৎসজীবীদের পরিবেশ দূষণের অভিযোগে তেল ও গ্যাসভিত্তিক কোম্পানি রয়েল ডাচ শেল ও তাদের সহযোগী এ্যাংলো ডাচ এনার্জি এর বিরুদ্ধে ইংল্যান্ডের আদালতে মামলার অনুমোদন দেয়। যদিও শেল পরিবেশ দূষণের জন্য তাদের দায় অস্বীকার করেছে।

২০১৯ সালের অন্য আরেকটি রায়ে সুপ্রিম কোর্ট পানি দূষণের অভিযোগে জিম্বাবুয়ের গ্রামবাসীদের যুক্তরাজ্য ভিত্তিক খনি খননকারী প্রতিষ্ঠান ভেণ্ডাটার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে মামলা করার অনুমতি দেয়।

প্রতিবেদন অনুসারে জানা যায়, গত ১৫ বছরে চট্টগ্রামে জাহাজ ভাঙ্গা শিল্পে অন্তত ২১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। যার মধ্যে চলতি বছরেই নিহত হয় ৭ জন। এছাড়াও অনেক শ্রমিক গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। নোংরা, বিপদজনক এবং অনিশ্চিত কাজের পরিবেশের জন্য চট্টগ্রামের কুখ্যাতি রয়েছে। তার উপর শিপিং কোম্পানিগুলো শেষ মুহুর্তে জাহাজের মালিকানা পরিবর্তনের ঘোষণা দেয়ার মাধ্যমে শ্রমিকদের প্রতি দায়িত্ব এড়ানোর সুযোগ পায়।

তারা করছাড়ের সুবিধাসহ মধ্যস্বত্বভোগীদেরও ব্যবহার করে। এসব ক্ষেত্রে উপর থেকে পড়ে, বিস্ফোরণে ও দুর্ঘটনায় প্রতিবছর শত শত শ্রমিক নিহত ও আহত হচ্ছেন, যাদের অধিকাংশই চুক্তিবিহীনভাবে কাজ করেন। এছাড়াও জাহাজ থেকে নির্গত পরিত্যক্ত তেল, সিলিকেট খনিজ এবং ক্ষতিকর কেমিক্যাল দ্বারা সমুদ্রতীরবর্তী পরিবেশ দূষণ করা হচ্ছে। এসবের ফলে এখানে বছরব্যাপী কর্মরত শ্রমিকরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

লন্ডনভিত্তিক আইনি সংস্থা ‘লে ডে’ বলছে, এমন পরিবেশে হানিফ মোল্লার নিহত হওয়ার ঘটনা প্রত্যাশিত ছিল। মারানের এ ধরনের কাজে ঝুঁকি সম্পর্কে ধারণা থাকা উচিত ছিল। ‘লে ডে’ জানায়, মারান বাংলাদেশের শ্রম আইনের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছে। জাহাজ মালিকদের জন্য বাংলাদেশের মতো কাজের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে জাহাজ ভাঙার জন্য উচ্চদামে জাহাজ ক্রয় করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তোলে ‘লে ডে’।

তবে মারান জানায়, জাহাজ বিক্রি করে দেয়ার পর তারা জানে না যে জাহাজটি কোথায় ভাঙা হবে। সুতরাং এসব ঘটনায় তাদের কিছু করার থাকে না। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, আপলিকারীকে যথাযথভাবে খোঁজ নিয়ে নিরাপদ ইয়ার্ডে জাহাজ বিক্রি করা উচিত ছিল যেখানে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।

জাহাজ ভাঙা সংক্রান্ত বেসরকারি সংস্থার তথ্য মতে প্রতি বছর ৮শ’ জাহাজ তার ব্যবহারযোগ্য মেয়াদ শেষ করে। আর এসব জাহাজ বাংলাদেশ, ভারত অথবা পাকিস্তানে ভাঙার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও প্রচলিত নিয়ম অনুসারে মেয়াদোত্তীর্ণ জাহাজগুলোর মালিক ও জাহাজ ভাঙা শিল্পের মালিকদের মাঝে সরাসরি লেনদেন হয় না। ক্রেতারা এর ঝুঁকি বহন করে।

‘লে ডে’র পরিচালক মার্টিন ডে আপিল বিভাগের এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইংল্যান্ডের আদালত এটি প্রমাণ করেছে যে লন্ডনের আদালতে যে কোনও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা