পরিবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কচুরিপানায় অদৃশ্য অতিথি পাখি

আদিল সরকার, ইবি প্রতিনিধি : সবুজ চাদরে আচ্ছাদিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আর এ সৌন্দর্যকে অন্যান্য মাত্রায় দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম লেক। যেটি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে দ্বিতীয় হাতিরঝিল নামেও বেশ সুপরিচিত। দিন শেষে সূর্যের মিশে যাওয়ার দৃশ্যটিও খুব সহজে দেখা মিলে সেখানে। এদিকে শীতের শুরুতেই লেকটিতে আগমন ঘটে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আসা অতিথি পাখির। পুরো ক্যাম্পাস ছেড়ে লেকটিই যেন এসব পরিযায়ী পাখিদের স্বস্তির স্থান।

তবে বর্তমানে চোখ ধাঁধানো লেকটির চেহারায় পরেছে বিভৎসের ছাপ। লেকজুড়ে তৈরি হয়েছে কচুরিপানার জট। যা লেকটির যৌবনের রুপ কেড়ে নেয়ার সাথে অতিথি পাখিদের জন্যও হয়ে উঠেছে বসবাসের অযোগ্য। করোনা সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হাজারো শিক্ষার্থীদের প্রাণের এই লেকটিতে যেন সুনজর পড়ছেনা কর্তৃপক্ষের।

প্রতি বছরই শীতের শুরুতে হিমালয় অঞ্চল থেকে উষ্ণতার খোঁজে নাতিশীতোষ্ণ এলাকায় পাড়ি জমায় অসংখ্য অতিথি পাখিরা। গত কয়েক বছর ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে দিকে অবস্থিত লেক এলাকায়ও এসে ভিড় জমাতে দেখা যায় এসব অতিথি পাখিদের। সরালি হাঁস, ল্যাঞ্জা হাঁস, খুঁনতে হাঁস, বালি হাঁস, মানিকজোঁড়, পকড়া, পানকৌড়ি, জলময়ূর প্রভৃতি প্রজাতির পাখির আনাগোনায় সর্বদা মুগ্ধ থাকে বিশ^বিদ্যালয়ের এই লেকটি। ডুবসাঁতার খেলায় মেতে উঠা, লেকের পাড়ের ছোট গাছগুলিতে মনের সুখে ঘুরাঘুরি করা, মানুষের শব্দে পানি ছেড়ে দ্রুত আকাশে উড়াল দেয়া আবার পালকের ভেতর মুখ গুঁজে রোদ পোহানোসহ পাখিদের অপরুপ কর্মকান্ড যেন নজর কাড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদেরও মন শীতল করে লেকের এই অতিথি পাখিরা।

তবে এবছর দৃষ্টিনন্দন লেকটির চেহারা যেন রোগাকান্ত হয়ে উঠেছে। কচুরিপানায় প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে লেকটি। কারণ আগের মতে নেই স্বচ্ছ পানির ঢেউ। দেখা যায় না অতিথি পাখিদের খুনশুটিতে মেতে উঠার চিত্র। পাখিদের বসবাসের জন্য অনেকটা অযোগ্যও হয়ে পরেছে এই লেক। পাশাপাশি পানি অপরিষ্কার থাকায় লেকের বিভিন্ন রঙ্গের মাছের লেজ নাড়িয়ে ঘুরাফেরার দৃশ্যটিও চোখে পড়ে না আর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অতিথি পাখি আসলেও লেক অপরিষ্কার থাকায় বেশি সময় লেক এলাকায় থাকতে দেখা যায় না পাখিদের। কিছুসময় থেকে অন্যত্র কোন পরিষ্কার জলাসয়ে চলে যেতে দেখা যায় তাদের। তাছাড়া লেকটি অপিরষ্কার থাকায় দিন দিন মশার উপদ্রবও বাড়ছে সেখানে। সবমিলিয়ে কর্তৃপক্ষের অযত্ন ও অবহেলায় অনেকটা অস্বাস্থ্যকর পরিবেশের রুপ নিয়েছে দৃষ্টিনন্দন লেকটি। লেকের দিকে কোন প্রকার সুনজরই নেই তাদের।

জানা যায়, ক্যাম্পাস বন্ধ থাকলেও পড়াশুনা, টিউশনি কিংবা নানান প্রয়োজনে ক্যাম্পাসের আশপাশে চলে এসেছে অনেক শিক্ষার্থী। পরে সময় হলেই সকাল বিকাল ঘুরতে ক্যাম্পাসের দৃষ্টিনন্দন লেকের পাড়ে ছুটে আসছে তারা। এসে প্রাণের লেকটির এই বিভৎস চিত্র দেখে ক্ষোভ জানিয়েছে একাধিক শিক্ষার্থী।

ট্যুারিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান জানান, শীতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সাথে লেকে আসা অতিথি পাখিদের কিচিরমিচির ডাক শুনতে লেকে হাটতে যাই। কিন্তু বর্তমানে লেকটি দেখে নর্দমা মনে হচ্ছে। কচুরিপানায় ছেয়ে গেছে পুরো লেক। অতিথি পাখিদের নিরাপদ অভয়ারণ্য ও বসবাস উপাযোগী রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত লেকে কচুরিপানা ও আবর্জনা প্রভৃতি পরিষ্কার রাখা।

রায়হান বাদশাহ নামের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, গত বছর লেকটির পরিষ্কার পানিতে অনেক অতিথি পাখির ডুবখেলা দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে লেকের চিত্র পাল্টে যাওয়ায় অতিথি পাখিরা আসলেও তাদের খুনসুটিগুলো ভালোভাবে উপভোগ করতে পারছি না।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্ট্যটেট শাখার সহকারী রেজিস্ট্রার সাইফুল ইসলাম প্রতিবেদককে বলেন, “লেকটি সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ আমাদের কোন নির্দেশনা দেয়নি। সংস্কার করতে তো অর্থায়নের প্রয়োজন।”

তবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান, “সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা লেক সংস্কারের কথা আমার নজরে আনেনি। ওখান (দফতর) থেকে পলিটিক্স করা ছাড়া এ সমস্ত প্রবেলেম নিয়ে কেউ আসে না। তবে ইঞ্জিনিয়ারিং অফিসের কর্মকর্তাদের সাথে অন্যান্য কাজের বিষয়ে কথা বলার সময় তাদেরকে লেকটিও সংস্কার করতে বলেছিলাম।”

সান নিউজ/এএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলে মাদকচক্রবিরোধী অভিযানে ৪ পুলিশসহ ১১৯ জন নিহত

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে এক বড় পুলিশি অভিযানে...

২০৩৪ সালের ট্রিলিয়ন ডলারের লক্ষ্য অর্জনে নারীই চালিকাশক্তি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের দৃষ্টিভঙ্গি স...

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয়

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য...

‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু

জামায়াত ও বিএনপি কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জা...

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা