ছবি-সংগৃহীত
বিনোদন

মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তিনি। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবিও প্রকাশ করেন তিশা। সেই ছবি প্রকাশের পরেই ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

আরও পড়ুন : পরীমণির ছেলের নাম পরিবর্তন

বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমকে তিশা জানান, গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন তিনি। জ্বর হয়েছিল তার ৷ একসময় হঠাৎ জ্বর ওঠে ১০৩ ডিগ্রি। বাড়িতে চিকিৎসক ডেকে স্যালাইন দেওয়া দেন ৷ পরে অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হন।

অভিনেত্রী বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরেও অবস্থা আরও খারাপ হতে থাকে। চিকিৎসক এটা দেখার পরে একটা ওষুধ দেন। সঙ্গে বলে দেন, এটা নেওয়ার পর একটু কষ্ট হবে। ওষুধটি নেওয়ার কিছুক্ষনের মধ্যেই মনে হলো পুরো শরীরে আগুন ধরে গেছে। মনে হচ্ছিল, আমি মারা যাবো। যেন মৃত্যুযন্ত্রণা কাছ থেকে দেখেছি।

আরও পড়ুন : নারী কীসে আটকায়!

তিশা জানান, ওই কষ্টের সময়টাতে আমার মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর একটু ঠিক হই। কেন হঠাৎ এমন হল? অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়া, ডেঙ্গু-সহ আরও কিছু পরীক্ষা করিয়েছি। এসব কিছুই হয়নি। আমি ডায়েট করছিলাম কিছুদিন ধরে। তাছাড়া দুশ্চিন্তাও করছিলাম। চিকিৎসকের ধারণা, এসব থেকেই এমনটি হয়েছে।

তবে আপাতত চিন্তার কিছু নেই ৷ অভিনেত্রী বলেন, আপাতত আমাকে ডায়েট বন্ধ করতে (চিকিৎসক) বলেছেন। প্রচুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় বিশ্রামে আছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দ...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা