মুম্বাই ছাড়লেন সুশান্তের নায়িকা!
বিনোদন

সুশান্তের নায়িকার মুম্বাই ত্যাগ!

বিনোদন ডেস্ক:

বলিউডের প্রয়াত জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা সানজানা সংঘি মুম্বাই ছেড়ে গেছেন। সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়েছেন তিনি।

এছাড়া পুলিশি ঝামেলাও পোহাতে হচ্ছে। সম্প্রতি সুশান্তের ‘দিল বেচারা’ সিনেমার নায়িকা সঞ্জনা সাংঘি পুলিশের কাছে বয়ানও দিয়েছেন।

‘দিল বেচারা’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছেন সঞ্জনা। আবার এমনটাও হতে পারে এই ছবিটিই তার ক্যারিয়ারের শেষ ছবি। তেমন ইঙ্গিতই দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি। তোমার পথঘাট বদলে গেছে, ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো অন্তর্গত বেদনায় আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, নয়তো তুমিও কষ্টে আছো। হয়তো শিগগিরই দেখা হবে, হয়তো হবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সানজানা। বেশ কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। ২০১১ সালে রণবীর কাপুর ও নার্গিস ফাকরির সহশিল্পী হিসেবে ‘রকস্টার’ ছবিটি দিয়ে বলিউডে তার অভিষেক। তবে প্রধান নারী চরিত্রে কাজ করার সুযোগ পান সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’ ছবিতে। কিন্তু উদযাপন করা হলো না।

সুশান্ত চলে যাওয়ার পর বুক ভেঙে গিয়েছিল সানজানার। প্রথম নায়ক বলে কথা! লিখেছিলেন, ‘সময় সব ক্ষত সারিয়ে তোলে, কথা যারা বলে, ভুল বলে। কখনো কখনো মনে হয়, বুক চিড়ে রক্তক্ষরণ হচ্ছে। নায়কের উদ্দেশে লিখেছিলেন, ‘যাদের রেখে চলে গেলে, তারা কখনো বুঝবে না, আমরা কাকে হারালাম।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা