চার, বছর, পর, জোলির, বাড়িতে, ব্র্যাডপিট!,
বিনোদন

চার বছর পর জোলির বাড়িতে ব্র্যাডপিট!

বিনোদন ডেস্ক:

হলিউডের মধ্যে অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি ছিল অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। কিন্তু দর্শকদের অনেকটা অবাক করে দিয়ে ২০১৬ সালে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

সেই বছর বিচ্ছেদের পরে আর দু'জনকে একসঙ্গে দেখা যায়নি। কিন্তু দীর্ঘ চার বছর পর আবারও গত মঙ্গলবার (৩০ জুন) ব্র্যাড পিটকে দেখা গেল তার সাবেক স্ত্রী জোলির বাড়িতে।

একটি মার্কিন গণমাধ্যমের তথ্য, জোলির লস অ্যাঞ্জেলেসের বাড়িতে প্রায় দুই ঘণ্টা দু'জনে একসঙ্গে সময় কাটিয়েছেন। যদিও পরস্পরের বাড়ি মাত্র ১০ মিনিটের দূরত্বে। গত বছর নভেম্বরে জোলি বলেছিলেন, সন্তানদের বয়স ১৮ বছর হওয়ার পর তিনি বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনার ছয় সন্তান। তাদের মধ্যে যারা যমজ, দুই সপ্তাহ পরই তাদের জন্মদিন। সন্তানদের জন্মদিন উদযাপনের লক্ষ্যেই নাকি তারা একত্রিত হয়েছেন বলে জানা যায়।

এদিকে কিছুদিন আগেই অ্যাঞ্জেলিনা একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি পরিবারের ভালোর জন্যই আলাদা হয়েছি। সেটা সঠিক সিদ্ধান্ত ছিল।'

অবশ্য পিটের সঙ্গে বিচ্ছেদের পরে জোলি যে আঘাত পেয়েছিলেন, সে কথাও স্বীকার করেছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন রটেছিল আলিয়া শওকত নাকি ব্র্যাড পিটের সঙ্গে প্রেম করছেন। যদিও এমন গুজব উড়িয়ে দিয়েছেন আলিয়া নিজেই। জানিয়েছেন, তারা শুধুই বন্ধু। এর মধ্যেই পিটের জোলির বাড়িতে যাওয়া নতুন রসায়নের ইঙ্গিত করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা