বিনোদন

অঙ্কিতাই ছিল সুশান্তের সবকিছু!

বিনোদন ডেস্ক:

বিচ্ছেদের চার বছর পরেও যেন কেউ কাউকে ভুলতে পারেনি। মনের বাঁধন থেকে আলগা হতে পারেননি অঙ্কিতা-সুশান্ত। অঙ্কিতা লোখন্ডের ফ্ল্যাটের নেমপ্লেটে আজও জ্বলজ্বল করছে সুশান্ত সিংহ রাজপুতের নাম...স্মৃতিচারণায় সুশান্ত-অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহ। ইনস্টাগ্রামের এক পোস্টে কাঁদছেন সন্দীপ। পাতা উল্টে দেখছেন পুরনো দিন।

মুম্বইয়ের লোখন্ডওয়ালায় একসঙ্গে থাকতেন সন্দীপ, সুশান্ত-অঙ্কিতা। একসঙ্গে রান্না করা, স্পেশাল ‘মাটন ভাত’, লোনাভেলায় লং ড্রাইভ, হোলিতে পাগলামো...আজ সবই স্মৃতি। অঙ্কিতা যেন আগলে রেখেছিলেন সুশান্তকে, সন্দীপের ইনস্টাগ্রাম পোস্টে বারে বারেই উঠে এসেছে সেই কথা। তাঁর প্রতিটি শব্দ ফিরিয়ে নিয়ে যাচ্ছে চার-পাঁচ বছর আগের কোনও এক দিনে।

সন্দীপ ওই পোস্টে লিখছেন, “যখন তোমরা আলাদা হলে, অঙ্কিতা, তখনও তুমি শুধু ওর ভালই চেয়েছো। সুশান্তের খুশি, সাফল্যতেই খুশি ছিলে তুমি। সেই যে আমার মায়ের হাতের মাটন কারি, সুশান্ত খেতে কী ভালবাসত। না পেলে বাচ্চাদের মতো করত। মালপোয়া? মনে আছে তোমার। আমি পারছি না অঙ্কিতা। আমি আমাদের তিনজনকে ফিরে পেতে চাই। আমি ওই সব দিনে আবার ফিরে যেতে চাই। ”

‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে আলাপ সুশান্ত-অঙ্কিতার। বন্ধুত্ব থেকে প্রেম। ছয় বছরের সম্পর্ক ছিল তাঁদের। ছোটবেলায় মা’কে হারানো সুশান্ত আঁকড়ে ধরেছিলেন অঙ্কিতাকে। অঙ্কিতাও জাপটে ছিলেন তাঁকে। সুশান্তকে বেশি করে পাবেন বলেই কাজ ছেড়েছিলেন, ঘর আঁকড়ে ধরেছিলেন অঙ্কিতা। সুশান্তের চোখে তখন সাফল্যের হাতছানি। কেন তাঁদের সম্পর্ক ভেঙেছিল, তা স্পষ্ট করেননি কেউ-ই। অনেকেই বলেন, আরব সাগরের ঢেউয়ের মতো সে সময় সুশান্তের জীবনে এসেছিলেন কৃতি শ্যানন। অঙ্কিতার শান্ত ভালবাসা সেই ঢেউয়ে নোঙর ফেলতে পারেনি। কিন্তু সেই ঢেউও তো সুশান্তের মনকে উথাল-পাথাল করে কোথায় মিলিয়ে গিয়েছিল।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গিয়েছে সুশান্ত নাকি মনোবিদের কাছেও স্বীকার করেছিলেন অঙ্কিতাকে ছেড়ে দিয়ে মস্ত ভুল করেছিলেন। অনুশোচনায় গুমরে মরতেন তিনি।

সন্দীপেরও মনে হত, সুশান্তকে অবসাদ-হতাশা থেকে এক মাত্র বের করে নিয়ে আসতে পারতেন অঙ্কিতাই। তাঁর কথায়, “ আমি জানি, ও যদি তোমাকে কাছে রাখত তবে এক মাত্র তুমি ওকে বাঁচাতে পারতে। আই উইশ, তোমরা বিয়ে করতে, তোমাদের সংসার হত। মনে আছে আমরা কত স্বপ্ন দেখতাম তোমাদের বিয়ে নিয়ে? অঙ্কিতা তুমি তো শুধু ওঁর গার্লফ্রেন্ড ছিলে না। তুমি ছিলে ওর মা, ওর স্ত্রী, ওর সবচেয়ে ভাল বন্ধু। আই লাভ ইউ অঙ্কিতা। তোমাকে অন্তত আমি হারাতে চাইনা। বিশ্বাস কর, আমি আর নিতে পারব না।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধানে আসা: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

ফেনীতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি

ফেনীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে চব্বিশের বন্যার পুনর্বাসন ও আসন্ন বর্ষা মৌসুমে...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা