বিনোদন ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে রিতুকে দেখে প্রেমে পড়ে্ন অভিনেতা আফফান মিতুল। এরপর ভালোবেসে বিয়ে। শুরুটা ঠিকঠাক চলছিল। কিন্তু বিয়ের দুই বছর পর রিতুর ওজন বেড়ে যাওয়ায় বিব্রত বোধ করে এই অভিনেতা। এরকম খুনসুটি থেকে শুরু করে স্ত্রীর গায়ে হাত তুলতেও দ্বিধা করে নি মিতুল। শেষ পর্যন্ত তালাকের সিদ্ধান্ত।
তবে তা বাস্তবে নয়, ঘটনাটি দেখা যাবে 'আর পারছি না' শিরোনামের একটি একক নাটকে। সম্প্রতি সাভার আমিন বাজার সংলগ্ন মধুমতি মডেল টাউনে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল এবং তানিয়া রিতু।
নাটকটি প্রসঙ্গে আফফান মিতুল জানান, 'বিয়ের পর স্ত্রীর অস্বাভাবিক মোটা হওয়া আর তাতে স্বামীর দূরে সরে যাওয়া, এমন গল্পের নাটক এটি। কোনোভাবেই এটা কমেডি নাটক নয়। নাটকের কোনো দৃশ্য দেখে কেউ হাসবে না, এটা আমি নিশ্চিত।'
তিনি আরও বলেন, 'নাটকটিতে একটি বিশেষ ম্যাসেজ আছে। এতে কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, দেয়া হয়েছে সমাধান।'
ঝর্না আহমেদের গল্পে নাটকটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক। মিতুল-রিতু ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাওন আশরাফ, শুভ খান, ছোঁয়ামনি।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            