বিনোদন

পরীমনিকে নিয়ে শিল্পী সমিতির ভূমিকা রহস্যজনক

বিনোদন প্রতিবেদক : আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সিআইডি এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে দুদিন আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজন করে সংবাদ সম্মেলন করে পরীমনির সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

এদিকে পরীমনির বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আবু সাইয়ীদ।

পরীমনির সদস্যপদ স্থগিতের বিষয়ে গুণী এই পরিচালক তার ফেসবুকে রোববার (৮ আগস্ট) রাতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পরীমনি বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তা ন্যক্কারজনক।’ পরিচালকের এই পোস্টে মন্তব্যের ঘরে বিনোদন অঙ্গনের অনেক তাদের মতামতও দিয়েছেন। তারাও আবু সাইয়ীদের এই মতামতকে সমর্থন জানিয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে আবু সাইয়ীদ বলেন, ‘কোনো সংগঠনের কেউ যদি সদস্য হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে—সেটা সত্যতা খুঁজে বের করার চেষ্টা করা উচিত। পরীমনিকে কেবল তো সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে। পরীমনি হয়তো একটা সংগঠনেরই সদস্য, এই সময়টায় কোনো কিছু প্রমাণের আগে সদস্যপদ প্রত্যাহারের বিষয়টি ন্যক্কারজনক মনে করেছি। মোটেও ঠিক হয়নি। সমিতির উচিত ছিল এই সময়টায় তার পাশে থাকা। তার সঙ্গে দেখা করে কথা বলার দরকার ছিল। তার কোনো সহযোগিতা দরকার কিনা তাও জানার চেষ্টা করা উচিত ছিল। সে যদি সহযোগিতা না চায় সেটা ভিন্ন কথা।’

আবু সাইয়ীদ আরও বলেন, ‘সংগঠনের দায়িত্বই হচ্ছে তার সদস্যের যে কোনো সংকটে পাশে দাঁড়ানো। কিন্তু একটা সময় যদি সেই সদস্যের অপরাধ প্রমাণিত হয়, তখন তাঁকে বহিষ্কার করবে সেটাই স্বাভাবিক। পরীমনির বিরুদ্ধে এখনো তো কোনো চার্জশিটও হয়নি, শুধু জিজ্ঞাসাবাদ চলছে। এমনিতেই করোনা মহামারি চলছে, এর মধ্যে মিটিং ও সংবাদ সম্মেলন করাটা মোটেও জরুরি ছিল না। তাদের কি এমন হলো যে, পরীমনির ব্যাপারে এত তাড়াহুড়ো করল। তার মানে এর মধ্যে কোনো জটিলতা আছে। এক ধরনের সমস্যা আছে। তা না হলে এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কিছু ছিল না। কারও কোনো চাপ তো ছিল না।’

জটিলতা বলতে কী বোঝাতে চেয়েছেন? জানতে চাইলে আবু সাইয়ীদ বলেন, ‘আমার আসলে এখানে শুধু পরীমনিকে ফ্যাক্টর মনে হচ্ছে না। এর সঙ্গে আরও অনেক কিছু হয়তো জড়িত। পরীমনির ব্যাপারে শিল্পী সমিতির এমন সিদ্ধান্ত রহস্যজনক। বিষয়টা তো এমন না যে, পরীমনির সদস্যপদ স্থগিত না করলে অরাজকতা তৈরি হবে। কেন এত দ্রুত সিদ্ধান্ত নিল, শিল্পী সমিতির ভূমিকা সত্যিই রহস্যজনক।’

চলচ্চিত্র ও মিডিয়া বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক পরীমনিকে নিয়ে শিল্পী সমিতির এমন সিদ্ধান্তে ‘নিন্দা’ জানিয়েছেন। সাদী সাদাত নামের একজন লিখেছেন, পরীমনি অপরাধী কিনা সে, সেটা আইন আদালত দেখবে। কিন্তু শিল্পী সমিতির আচরণ একদম হিংসাত্মক, ব্যক্তিগত আক্রোশ— সেটারই বহিঃপ্রকাশ। তারা হয়তো ভুলে গেছে, এই দিন দিন নয়, আরও দিন আছে।’

পরিচালক অরণ্য আনোয়ার লিখেছেন, ‘মুখ সুবিধাবাদীদের দল সব।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চোর সন্দেহে গণপিটুনি: গাইবান্ধায় তিনজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে...

ভারত-আফ্রিকা বিশ্বকাপ মহারণে আজ উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লেখার অ...

চীনে নভোচারীর সঙ্গে মহাকাশে পাঠানো হলো ৪টি কালো ইঁদুর

নভোচারীদের সঙ্গে প্রথমবারের মতো চারটি কালো ইঁদুরকে চীনের মহাকাশ স্টেশনে পাঠান...

বৃষ্টির কারণে থেমে গেল নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামার কথা আজ। তবে বৃষ্টির কারণে খেলা একনো শুরু হ...

আমরা মদিনার ইসলাম চর্চা করি, মওদুদীর ইসলাম নয়: সালাহউদ্দিন

একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহ...

বিএনপির মনোনয়নবঞ্চিতদের এনসিপিতে যোগ দিতে আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির মনোনয়ন না পাওয়া তরুণ ও যুবকদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দ...

বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই নয়নের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা ক...

বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই রুহুল কবির রিজভীর নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা ক...

চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদেরের নাম ঘোষনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া উপজেলা) বিএনপির নি...

নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবরের নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা