বিনোদন

‘মাধুরীর মধ্যে কোনো যৌন আবেদন নেই’

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ে দক্ষ ছিলেন তিনি। পারদর্শী ছিলেন কত্থক নাচেও। কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন বহিরাগত। তার ওপর রাজশ্রী প্রোডাকশন থেকে নির্মিত তার প্রথম সিনেমা ‘অবোধ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ফলে দ্বিতীয় সিনেমায় কাজের সুযোগ পাওয়া মাধুরীর জন্য কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে মাধুরী হাল ছেড়ে দেননি। ‘আওয়ারা বাপ’ ও ‘স্বাতী’ সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। বাধ্য হয়ে কাজ করেছিলেন বি গ্রেডের ‘মানবহত্যা’ নামের সিনেমায়। প্রতিযোগিতায় হার না মানা মাধুরী বড় একটি সিনেমায় কাজের সুযোগ পান। এতে নায়ক ছিলেন অনিল কাপুর। এ সিনেমার পেশাদার ইউনিটের সামনে মাধুরী বেশ নার্ভাস ছিলেন। পাশাপাশি, তার মতো নবাগতকে নিয়ে ইউনিটের সবার দারুণ কৌতূহল ছিল।

এ সিনেমার প্রথম শট দেওয়ার পর মাধুরীর আত্মবিশ্বাস চুরমার হয়ে যায়। তার চেহারা এবং অভিনয় নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠে, তিনি রোগা। তার অভিনয়েও নাকি কোনো প্যাশন নেই। এও বলা হয়—মাধুরীর মধ্যে কোনো যৌন আবেদন নেই। এ সমালোচনায় অংশ নিয়েছিলেন অনিল কাপুরও। তার বক্তব্য ছিল—মাধুরী অভিনয় জানেন না। তিনি বেশি দূর যেতে পারবেন না। আর ভবিষ্যতে আর কোনো দিন মাধুরীর সঙ্গে অভিনয় করব না।

অনিলের সঙ্গে মাধুরীর প্রথম সিনেমার নাম ছিল ‘বাজরঙ্গী’। সিনেমাটি অর্ধসমাপ্ত থেকে যায়। মাঝপথে তার কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু সমালোচিত হয়েও মাধুরী তার কাজ থামাননি। ‘আওয়ারা বাপ’ সিনেমার শুটিংয়ের সময় তার সঙ্গে আলাপ হয় সুভাষ ঘাইয়ের। একই স্টুডিওতে তার ‘কর্মা’ সিনেমার শুটিং চলছিল। এ সিনেমার নায়ক ছিলেন অনিল কাপুর। মাধুরীকে দেখে মুগ্ধ হন সুভাষ। তারপর সিনেমাটির একটি নাচের দৃশ্যে সুযোগ দেন তিনি। আর এ খবর ইন্ডাস্ট্রিতে দ্রুত ছড়িয়ে পড়ে।

এরপর আবার অনিল কাপুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান মাধুরী। এ সিনেমার নাম ‘হিফাজত’। নায়িকার ভূমিকায় মাধুরীর নাম শুনে প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হন অনিল। সেখান থেকেই এ জুটির শুরু। তারপর একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন এই দুই তারকা। বলিউডের সুপারহিট জুটিদের মধ্যে অন্যতম তারা। ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাম লক্ষ্মণ’, ‘বেটা’ থেকে হাল আমলের ‘টোটাল ধামাল’—পর্দায় এই জুটির বাজিমাত!

মাধুরীর ক্যারিয়ার সাজিয়ে তোলার ক্ষেত্রে সুভাষ ঘাইয়ের অনেক অবদান ছিল। যদিও ‘কর্মা’ সিনেমার সেই নাচের দৃশ্য পরে সম্পাদনার সময় বাদ পড়ে। এখন মাধুরীর নামের সঙ্গে জড়িয়েছে ‘ডিভা’, ‘ম্যাজিক’-এর মতো বিশেষণ। কিন্তু ক্যারিয়ারের শুরুতে তাকে বিদ্রূপ এবং পরিহাসের শিকার হতে হয়েছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জন দোষী সাব্যস্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী কর্মকাণ্ডের সত্যতা ম...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

উলিপুরে মানব পাচারকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে প্রতারণার অভিযোগে চিহ্নিত মানব পাচারকারী মমিনুল ইসলাম বাব...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবির তত্ত্ব নিয়ে সেমিনার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের জাতীয় কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের &lsqu...

বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি, দুদকের অভিযান

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ...

কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন পুনর্বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহ...

পাওনা টাকা আদায়ে উকিল নোটিশ জারী

সাতক্ষীরার তালা থানার পাঁচরোর্থী গ্রামের আফজাল হোসেন একই গ্রামের জান্নাত এন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা