শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন
শিক্ষা

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ:
টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্কুলমাঠে শিক্ষার্থীদের জন্য গ্যারেজের জায়গা দেখার সময় চেয়ারম্যান খালিদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুরকে লাঞ্ছিত করেন বলে তাদের অভিযোগ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার খালেকের বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চেয়ারম্যানের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান সিকদার, অভিভাবক মো. নাসির উদ্দিন মোল্যা, শিক্ষার্থী আমেনা খানম ও ইসরাত জাহান মানববন্ধনে বক্তব্য দেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার জন্য স্কুলমাঠে গ্যারেজ তৈরি করতে জায়গা দেখতে যাই। এ সময় ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি গালিগালাজও করেন। পরে এর সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার বলেন, ‘স্কুল গ্যারেজ তৈরির বিষয় নয়। এখানে একটি বাথরুম তুলতে চেয়েছিলেন তারা। স্কুলটি আমার পৈত্রিক জায়গায় ও আমার বাড়ির পাশে। বাথরুমটি আমাদের বাড়ির সামনে তুলতে চেয়েছিলেন। এ কারণে আমি বাধা দেই। সামনে নির্বাচন থাকায় হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’

সান নিউজ/বিএস/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা