করোনার মাঝেই প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান!
শিক্ষা

করোনার মাঝেই প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান!

ছবি ও প্রতিবেদন: কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাঠদান চলছে। শিশু শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অধিকাংশ শিক্ষার্থী মাস্কবিহীন অবস্থায় পাঠ গ্রহণ করায় করোনা সংক্রমণের আশঙ্কা করছেন সচেতন মানুষ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের একটি কক্ষে ১০/১৫ জন শিক্ষার্থীকে একজন শিক্ষক এবং শিক্ষক মিলনায়তনের বারান্দার ফ্লোরে অন্য একজন শিক্ষক ১২ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। এ সময় অধিকাংশ শিক্ষার্থীর মুখেই মাস্ক ছিল না। ছিল না নির্দিষ্ট সামাজিক দূরত্ব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ‘ডিপিইও (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) স্যারের মৌখিক নির্দেশনা আছে। শিক্ষা অফিস আমাদের চার পাতার একটি চিঠি দিয়েছে। তাতে প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষক দিয়ে পঞ্চম শ্রেণির ক্লাস নিতে বলা হয়েছে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অভিভাবক জানান, ওই বিদ্যালয়ে টাকার বিনিময়ে কোচিং করানো হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, ‘এতে তো দোষের কিছু নেই। বাচ্চাদেরতো উপকারই হচ্ছে।’

সরকারি নির্দেশনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার স্কুলে এনে বাচ্চাদের পড়াতে বলেনি। মোবাইলে পাঠ দিতে বলেছে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা