ছবি: সংগৃহীত
শিক্ষা
লাগাতার কর্মসূচি শুরু

১০ম গ্রেড বেতন ও পদোন্নতির দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে

সান নিউজ অনলাইন 

ময়মনসিংহ ও শরীয়তপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। তাদের দাবি—১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন।

শহীদ মিনারে উপস্থিত শিক্ষকরা জানান, বর্তমান বেতন কাঠামোতে তাদের সম্মান ও অর্থনৈতিক মর্যাদা কম। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অলহরী দূর্গাপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের ফাতমা শবনম বলেন, “বেতন তুলতে প্রতিমাসে উপজেলা হিসাবরক্ষণ অফিসে যেতে হয়, যেখানে অফিস সহকারী ১২তম গ্রেডে বেতন পান। আমরা শিক্ষিকারূপে ১৩তম গ্রেডে রয়েছি, অথচ সম্মান পাই না। একজন রিকশাওয়ালার চেয়েও আমাদের আয় কম।”

শরীয়তপুরের নড়িয়ার পূর্ব পুনাইখারকান্দী সরকারি বিদ্যালয়ের মো. ইয়াছিন মিয়া বলেন, “সরকারি গাড়িচালক ১২তম গ্রেডে, আমরা ১৩তম গ্রেডে, অথচ শিক্ষকের মর্যাদা তাদের চেয়েও কম। আমরা তাদের শিক্ষিয়েছি, কিন্তু মর্যাদা পাই না।”

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে চারটি সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ—মিলিতভাবে এই আন্দোলন পরিচালনা করছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি)-এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “হাজার হাজার শিক্ষক এখন শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। বহুবার আলোচনা হয়েছে, তবু কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এখন রাজপথে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি এবং এ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে ও ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা এখনো সন্তুষ্ট নন।

অন্যদিকে, প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ তাদের দাবির সঙ্গে মিল রেখে সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে। দাবি না মানা হলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম...

যারা গণভোট চাপিয়ে দিতে চাইছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ফখরুল

গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে, আলাদাভাবে...

মনোনয়নে ‘আউট’, ধানক্ষেতে রিভিউ: ভাইরাল বিএনপি নেতার প্রতিবাদ

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল দলীয়...

১০ম গ্রেড বেতন ও পদোন্নতির দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে

ময়মনসিংহ ও শরীয়তপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স...

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

দেশের সব উপজেলায় সাপের কামড়ের ওষুধ পাঠানোর নির্দেশ

দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ওষুধ প্রশাসন অধিদপ্তর সাপের কামড়ের...

১০ম গ্রেড বেতন ও পদোন্নতির দাবিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে

ময়মনসিংহ ও শরীয়তপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা