বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে প্রেস ক্লাব এলাকায় কর্মসূচি চলাকালে শিক্ষক নেতাদের ছত্রভঙ্গ করতে পুলিশ অভিযান চালায়। পরে শিক্ষকদের একাংশ শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। তাদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে হবে। পাশাপাশি গতকাল জাতীয় প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। তবে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় থেকে কেবল ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়, যা শিক্ষক সমাজে অসন্তোষ আরও বাড়িয়ে দেয়।
সাননিউজ/এও