৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন, যেখানে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
একজন শিক্ষার্থীকে মোট ৪০টি পদের জন্য ভোট দিতে হবে , কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি, যার জন্য নির্ধারিত সময় মাত্র ১০ মিনিট। অর্থাৎ গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দেওয়ার চাপ থাকবে ভোটারদের ওপর। পাঁচটি অনুষদে থাকবে ১৫টি কেন্দ্র ও ৭০০টি বুথ, যাতে প্রতিটি বুথে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারেন। ভোটগ্রহণ হবে অপটিক্যাল মার্ক রিডার (OMR) পদ্ধতিতে।
শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পাস, শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তবে ৪০টি ব্যালট হাতে নিয়ে স্বল্প সময়ে ভোট দেওয়া শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে।
সাননিউজ/এও