জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় এমপিওভুক্ত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য তারা অবস্থান করছিলেন।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে পুলিশের পক্ষ থেকে এ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এর আগ থেকেই আন্দোলনকারীদের সরাতে প্রেসক্লাবের দিকে অগ্রসর হয় পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষকরা পুলিশদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকরা সাময়িকভাবে সরে গেলেও কিছুক্ষন পর আবার প্রেসক্লাবের সামনে জড়ো হন। তখন শিক্ষক নেতারা কাউকে বিশৃঙ্খলা না করতে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান।
আজ সকাল ১০টা থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
সাননিউজ/আরপি