চুয়াডাঙ্গায় জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা দেয়। এ ঘটনায় হাফিজুর রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ৬ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে কার্পাসডাঙ্গাগামী খাঁন পরিবহন নামে একটি বাস চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোটরসাইকেল চালক হাফিজুরকে চাপা দিয়ে বিজিবির বাউন্ডারি দেয়ালে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই হাফিজুর রহমান মারা যান এবং বাসে থাকা ৫–৬ জন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত হাফিজুরের মরদেহ ও আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। হাফিজুরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে বাসচালক ও সহকারী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি খালেদুর রহমান।
সাননিউজ/আরপি