বিয়ের আট মাস পর লক্ষ্মীপুরে শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল(২৫) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০ টায় সদর উপজেলার ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহব্বত আলী মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ।
নিহত রুবেল ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এই বছরের ফেব্রুয়ারি মাসে রিয়া আক্তারের সাথে বিয়ে হয় রুবেলের। বিয়ের পর থেকেই নানান বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা চলে আসছিল। ঘটনার দিন রুবেল রাতে নিজের বাড়িতেই অবস্থান করছিল। হঠাৎ শ্বশুর বাড়ি থেকে ফোন আসলে, রুবেলের সাথে তার স্ত্রীর কথা কাটাকাটি হয় এবং রুবেল বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে যায়। পরে সকালবেলা বাড়ির লোকজন গাছের সঙ্গে রুবেলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বর্তমানে তার শ্বাশুড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহতের বোন নয়ন বলেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিবাদ চলে আসছে। আমার ভাইকে নাকি তার স্ত্রীর পছন্দ হয়নি। ঘটনার রাতে তাকে ফোন করে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। এইটা পরিকল্পিত হত্যা। আমরা এর বিচার চাই।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদরের মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাননিউজ/আরআরপি