আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৭ দোকান, ক্ষতি প্রায় ২ কোটি টাকা।
আশুলিয়ার জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাইব্রেরি, মুদি, কাপড় ও জুতার দোকানসহ অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ডিইপিজেড ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের উৎস বৈদ্যুতিক গোলযোগ বলে সন্দেহ করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তারা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন। আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। অধিকাংশ দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ লাখ টাকার উপরে, সামি লাইব্রেরির মালিক আনোয়ার হোসেন দাবি করেন, তার দোকানে এক কোটির বেশি টাকার মাল ছিল।
ভুক্তভোগীরা সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
সাননিউজ/এও