অটোপাস নয়, মেধার মূল্যায়ন হবে
শিক্ষা

অটোপাস নয়, মেধার মূল্যায়ন হবে

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না গেলেও প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন শিক্ষকরা। অষ্টম শ্রেণি থেকে নবমেও অটো প্রমোশন হবে না, যেকোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। তবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বিষয়ে সিদ্ধান্ত নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্ত:শিক্ষাবোর্ড সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার পর আন্তঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমন্বয়ক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, মূল্যায়নের ক্ষেত্রে ১৫ মার্চ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেওয়া হবে। তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন।

এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে দুপুরে এ বৈঠকে বসেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। অধ্যাপক মু. জিয়াউল হক এতে সভাপতিত্ব করেন।

ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ উপ-পরিদর্শক রবিউল আলম বলেন, ‘এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা দিয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে করা হবে, সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

গত ০১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রয়েছে। কওমি মাদ্রাসা খুলে দিলেও অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ০৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এরই মধ্যে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা (জেএসসি ও জেডিসি) এবং পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা (পিইসি ও ইইসি) বাতিল করা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা