ঘটনার পর ভিড় করা এলাকাবাসী
অপরাধ

স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে হত্যার পর ঘাতক আটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর ঠেকাতে আসা বাড়িওয়ালা ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি গ্রামের কাঠমিস্ত্রি বাদল মিয়া (৫৫)। আহত করেছেন নিজের ছেলে ও বাড়িওয়ালার মেয়েকেও।

নিহতরা হলেন, বাদল মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৫), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।

আহতরা হলেন, বাদল মিয়ার ছেলে সোহাগ (১৫) ও বাড়িওয়ালার মেয়ে কুলসুম (২৩)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গণপিটুনি দিয়ে ঘাতক বাদল মিয়াকে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ জানায়, ৮-৯ বছর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার কাঠমিস্ত্রি বাদল মিয়া নারায়ণগঞ্জের শিবপুরের দুলালপুর এলাকার স্বামী পরিত্যক্তা নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা কুমরাদী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

বাদল মিয়ার সঙ্গে তার স্ত্রী নাজমা বেগমের মনোমালিন্য চলছিল। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে নাজমা বেগম ও বাদল মিয়ার মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী বাদল স্ত্রী নাজমা বেগম ও তার আগের সংসারের ছেলে সোহাগকে কুপিয়ে আহত করে।

হই চই শুনে বাড়িওয়ালা তাজুল ও তার স্ত্রী মনোয়ারাসহ আশপাশের লোকজন এগিয়ে যান। এ সময় তারা বাদলকে থামানোর চেষ্টা চালালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে নাজমা ছাড়াও বাড়িওয়ালাসহ উপস্থিত লোকজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে নাজমা ও ছেলে সোহাগ এবং বাড়িওয়ালা দম্পতি ও তাদের মেয়ে আহত হন। একপর্যায়ে আহত সোহাগ তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় তাকে বেধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে নাজমা ও মনোয়ারাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হওয়ায় তাজুলকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনিও মারা যান। আহত দু’জনকে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ঘটনার পর পরই ঘাতক বাদলকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে আর কোনো কারণ রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কোনো পক্ষ থেকে কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

সান নিউজ/বিএস/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচার কর - বাসদ

নীলফামারী ইপিজেডে শ্রমিক হত্যাকান্ডের বিচারের দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্...

লক্ষীপুর পৌরসভায় মাসিক ৬৫ লাখ টাকা উদ্বৃত্তের পরও ঋণ ২৬ কোটি টাকা: প্রশাসক জসিম

লক্ষ্মীপুর পৌরসভা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভায় নিয়মের কোন বালাই ছিল...

বাকৃবি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান অস্থিরতার জেরে বিশ্ববিদ্যালয় কর...

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর ৮ দিন বাকি আছে।...

বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিএনপি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা