অপরাধ

মানিলন্ডারিং মামলায় এবার গ্রেপ্তার শ্রমিকলীগ নেতা বিল্লাল 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: ফরিদপুরের বহুল আলোচিত দুই ভাই রুবেল-বরকতের দুই হাজার কোটি টাকা মানিলন্ডারিং মামলায় শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভীর পরে একই দিনে গ্রেপ্তার হলেন শ্রমিক লীগ নেতা বিল্লাল হোসেন (৫৪)।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল তিনটার দিকে শহরতলীর হাড়োকান্দি এলাকার বাড়ি থেকে বিল্লালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নাজমুল ইসলাম লেভীকে শহরের চরকমলাপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এই মানিলন্ডারিং মামলার প্রধান আসামি শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল গত ৭ জুন গ্রেপ্তার হয়ে এখন কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লেভী ও বিল্লালের সম্পৃক্ততা আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার বলেন, ঢাকার কাফরুল থানার মানিলন্ডারিং মামলায় সিআইডি পুলিশের চাহিদা অনুসারে গ্রেপ্তার করা হয়েছে বিল্লালকে।

বিল্লাল হাড়োকান্দির মৃত শেখ ইছামুদ্দিনের ছেলে। তিনি জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ডিবি পুলিশ শুক্রবার বিকেলে বিল্লালকে থানায় সোপর্দ করেছে। আগামীকাল শনিবার (১ আগস্ট) তাকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।

বরকত ও তার ভাই রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগে গত ২৬ জুন মামলাটি করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ মামলাটি করেন। ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী ২০১৫ এর ৪(২) ধারায় মামলাটি হয়।

এ মামলায় দুই ভাইয়ের দশদিনের রিমান্ড চায় সিআইডি। গত ১৩ জুলাই ভার্চুয়াল কোটের মাধ্যমে এ রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় ফরিদপুর কারাগারে থাকা অবস্থায় জেল গেটে জুম অ্যাপসের মাধ্যমে শুনানিতে অংশ নেন বরকত ও রুবেল। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ জুলাই ভোরে সিআইডি দুই ভাইকে ফরিদপুর কারাগার থেকে ঢাকার মালিবাগ কার্যালয়ে নেয়। দুইদিনের রিমান্ড শেষে সিআইডি গত ২১ জুলাই ফের দশদিন করে রিমান্ড চাইলে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে গত ২৪ জুলাই রুবেল ও ররকত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই রাতে জবানবন্দি গ্রহণের পর আদালতের নির্দেশে দুই ভাইকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কের বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে সুবল সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই হামলার মামলার আসামি হিসেবে গত ৭ জুন রাতে শহরের বদরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বরকত, রুবেলসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

নোয়াখালীতে বিএনপির কার্যালয়ে আ. লীগের হামলা, আহত ৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যাল...

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে কুষ্টিয়ার মিরপুরে এক ব্যবসায়ীকে জরিমান...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

খালাস চেয়ে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের আপিল

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্...

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রী...

কুষ্টিয়া-২ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়...

দুষ্কৃতিকারীরা সারা বাংলাদেশে রক্তপাত করছে, ধরা পড়ছে না কেন?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশকে উদ্দেশ করে বলেছেন, &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা