অপরাধ

ধর্ষণ বিরোধী আন্দোলনের কর্মী প্রেমিকা ধর্ষণ মামলায় কারাগারে

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল : ধর্ষণ বিরোধী আন্দোলনে সক্রিয় অবস্থানে থাকলেও এবার ধর্ষণ মামলায় কারাগারে যেতে হলো আন্দোলনকারী ছাত্রকে। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ছাত্রের নাম সাজ্জাদ গাজী। তিনি রাজধানীর সরকারি শহীদ তিতুমীর কলেজের ছাত্র এবং আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তার প্রেমিকার মা। যার নং-৯। সেই মামলায় গ্রেফতার করে বুধবার (২০ অক্টোবর) আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

জানা গেছে, সাজ্জাদ গাজীর সাথে গত ৬ মাস পূর্বে মোবাইলে ওই এলাকার এক কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারনে সাজ্জাদ প্রায়ই ওই কলেজ ছাত্রীর বাসায় আসা-যাওয়া করত এবং বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরীক সর্ম্পক স্থাপন করেছে। সর্বশেষ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সাজ্জাদ গাজী ওই ঘরে গিয়ে পুনরায় মেলামেশা করেন। এসময় ওই ছাত্রীর মা বাইরে থেকে এসে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার দেয়।

এলাকাবাসী এসে সাজ্জাদ গাজীকে হাতে নাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সাজ্জাদকে আটক করে থানায় নিয়ে যায় এবং ওই রাতেই সাজ্জাদের প্রেমিকার মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। ওদিকে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার জানিয়েছেন, বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করত সাজ্জাদ। আমরা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। প্রসঙ্গত, সাজ্জাদ ঢাকায় ধর্ষণ বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী বলে তার স্বজনরা জানিয়েছেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দ...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা