জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় এক অটোরিকশাচালককে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন ও ১ জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
রোববার (২৪ মার্চ) দুপুরে এ রায় প্রদান করেন নরসিংদীর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নরসিংদী শহরের বিলাশদী এলাকার সোলাইমানের ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা উপজেলার নীলক্ষার বীরগাঁও এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), বল্লবপুর গ্রামের ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) ও আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।
তাদের মধ্যে আসামি আলাল, কাউছার ও রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং রুবিয়া বেগমকে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন
জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর ব্যাটারিচালিত অটোরিকশার চালক বিজয় মিয়া নরসিংদী শহর থেকে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদনগর এলাকায় পৌঁছালে তাকে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় আসামিরা। পরদিন অটোচালক বিজয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
পরে রায়পুরা থানায় নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধেহত্যা মামলা দায়ের করেন। এর ২ দিনের মধ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার করে। পরে আদালতে হত্যার দায় স্বীকার করে তারা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার হালিম জানান, দ্রুততম সময়ের মধ্যে এমন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা উপযুক্ত সাজা অবশ্যই পাবে।
সান নিউজ/এসএম/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            