এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে কৃষি কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আরও পড়ুন : মিয়ানমার থেকে ফিরল ২৯ বাংলাদেশি
সোমবার সকাল ১০টা থেকে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দুই দিনব্যাপী কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়।
গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষিউন্নয়ন প্রকল্প এসআরডিআই অংগ’র অর্থায়নে এবং মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয় এর আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার।
আরও পড়ুন : বাগেরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার
এতে সভাপতিত্ব করেন মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন জিকেবিএসপি প্রকল্প (এসআরডিআইঅংগ) পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস। উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে এসআরডিআই খুলনা, সাতক্ষীরা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট ও পিরোজপুরের ৩০ জনকর্মকর্তা অংশ গ্রহণ করেন।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            