জেলা প্রতিনিধি: ফরিদপুরে ভাঙ্গারা উপজেলায় আলমগীর বেপারী (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন : ৫ মোটরসাইকেলসহ গ্রেফতার ৪
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুনসুরাবাদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর সোনাখোলা গ্রামের মুকবুল বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐ নারী ও আলমগীর বেপারী দুজনেই বিবাহিত। আলমগীরের সাথে ঐ নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন : অনিয়মের প্রতিবাদ করায় শিক্ষককে বদলি
শনিবার সকালে আলমগীর তার প্রেমিকার গ্রামে আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে গিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন। সে সময় প্রেমিকা তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এরপর আলমগীর প্রেমিকার বাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে প্রেমিকার বাড়ির বসতঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রতন কুমার বিশ্বাস জানান, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আলমগীরের মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমএ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            