ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে নকল ফেন্সিডিল তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। কারখানাটিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল তৈরির উপকরণ জব্দ করে।
আরও পড়ুন : বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
সোমবার (৭ আগষ্ট) রাত ১টার দিকে উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামে পুলিশ এই অভিযান চালায়।
কারখানাটি থেকে ২৩ বোতল ফেন্সিডিল, ২৫টি খালি বোতল, ২৫টি কর্ক ও কর্ক লাগানোর একটি চিরনী এবং সাদা জারকিনে ১২৫০ মিলি লিটার ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার গেদুড়া ইউনিয়নের সীমান্ত ঘেঁষা পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামে ফেন্সিডিল তৈরীর কারখানায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল কারখানার মালিক বসির উদ্দিন পালিয়ে যায়।
আরও পড়ুন : ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পালাতক বসির উদ্দিন উপজেলার গেদুড়া ইউনিয়নের পাঁচঘড়িয়া মুন্সিপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদ এর ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এই বিষয়ে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            