ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতের হামলায় ২ জেলে গুলিবিদ্ধ হয়েছে। এসময় দুটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: মন্দিরে চুরি, গ্রেফতার ৩
ডাকাতদের গুলিতে হোসেন মাঝি ও মো. সোহেল মাঝি নামে দুই জেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, রোববার (১৬ জুলাই) মধ্যরাতে ভোলার তজুমদ্দিন ও নোয়াখালীর মাঝামাঝি হুজুরের চর এলাকায় এ ডাকাতি ঘটেছে।
আহত জেলেরা হলেন- ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজলের ছেলে মো. হোসেন মাঝি ও নোয়াখালীর রামগতি থানার চর আব্দুল্লাহ গ্রামের মো. আব্দুল রশিদের ছেলে মো. সোহেল।
আরও পড়ুন: বাঙালি শ্রমিক অসন্তোষ, হামলায় আহত ২০
আহতদের স্বজনরা জানান, হোসেন মাঝির নেতৃত্বে সাত ও সোহেল মাঝির নেতৃত্বে ছয় জেলে পৃথক দুটি ট্রলার নিয়ে রোববার রাতে ভোলার তজুমদ্দিন ও নোয়াখালীর মধ্যবর্তী হুজুরের চর এলাকার মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় বোট নিয়ে ১০ জনের একটি ডাকাত দল দুটি ট্রলারে হামলা চালায়।
ডাকাতরা ট্রলারে থাকা মাছ, জাল, তেল,টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাদের গুলি করে। দুজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরবর্তীতে আজ সোমবার (১৭ জুলাই) স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে হত্যা মামলার আসামির জামিন
ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তায়েবুর রহমান বলেন, গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে। তাদের শরীরে ৭০-১০০ টি ছড়া গুলি বিদ্ধ হয়েছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, ডাকাতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো থানায় আহতদের পক্ষে অভিযোগ পাইনি। এছাড়া ঘটনাটি কোন এলাকায় সেটি বের করা হচ্ছে।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            