সারাদেশ

লক্ষ্মীপুরে সুজায়েত হত্যাকারীদের গ্রেফতার দাবি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে নিহত সুজায়েত উল্যা পাটোয়ারীর হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

শুক্রবার বিকেলে স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দালাল বাজার-পালের হাট সড়কের আশ্রাফ ব্যাপারী জামে মসজিদ এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে একই স্থানে কয়েক শত মানুষের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। এসময় বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

এর আগে জুম্মার নামাজ শেষে মহুমের রুহের মাগফেরাত কামনা করো দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

নিহত সুজায়েত উল্যা পাটোয়ারী লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়ীর মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে এবং স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। দানশীল ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে তার।

স্থানীয়রা জানান, নিহত সুজায়েত উল্যার ছেলে সৌরভের বিয়ে নিয়ে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয় হানিফ পাটওয়ারী ও তার ছেলে কিরন পাটওয়ারী । গত ১১ জুলাই দুপুর ১২ টার দিকে এ নিয়ে উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হানিফ ও তার ছেলে কিরন সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে।

আরও পড়ুন : সংবিধান না মানলে নাগরিক না

একই সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে চাচা সুজায়েত উল্যার মুখমন্ডলে একটি আঘাত করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে ১২ জুলাই নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে হানিফ, কিরন, কামরুল, হাজেরা এই ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখোনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সুস্থ বিচারের দাবি জানান তারা।

আরও পড়ুন : ইউক্রেনে পৌঁছেছে মার্কিন বোমা

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান 

কুড়িগ্রামের উলিপুরে অম্বিকাচরণ রায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৯...

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে জুমার খুতবায় বিএনপি নেতাদের বাঁধা, ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে জুমার নামাজের খুতবায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বির...

অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের বিজ্ঞানী: রাফায়েল আহমেদ শামীম

রাফায়েল আহমেদ শামীম দেশের উন্নয়নের মূল চালি...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা