সারাদেশ

লক্ষ্মীপুরে সুজায়েত হত্যাকারীদের গ্রেফতার দাবি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে নিহত সুজায়েত উল্যা পাটোয়ারীর হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

শুক্রবার বিকেলে স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দালাল বাজার-পালের হাট সড়কের আশ্রাফ ব্যাপারী জামে মসজিদ এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে একই স্থানে কয়েক শত মানুষের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। এসময় বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

এর আগে জুম্মার নামাজ শেষে মহুমের রুহের মাগফেরাত কামনা করো দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

নিহত সুজায়েত উল্যা পাটোয়ারী লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়ীর মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে এবং স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। দানশীল ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে তার।

স্থানীয়রা জানান, নিহত সুজায়েত উল্যার ছেলে সৌরভের বিয়ে নিয়ে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয় হানিফ পাটওয়ারী ও তার ছেলে কিরন পাটওয়ারী । গত ১১ জুলাই দুপুর ১২ টার দিকে এ নিয়ে উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হানিফ ও তার ছেলে কিরন সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে।

আরও পড়ুন : সংবিধান না মানলে নাগরিক না

একই সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে চাচা সুজায়েত উল্যার মুখমন্ডলে একটি আঘাত করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে ১২ জুলাই নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে হানিফ, কিরন, কামরুল, হাজেরা এই ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখোনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সুস্থ বিচারের দাবি জানান তারা।

আরও পড়ুন : ইউক্রেনে পৌঁছেছে মার্কিন বোমা

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

টঙ্গীবাড়িতে আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

এসএসসির ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস...

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর...

মুখ খুললেন মনোজ

বিনোদন ডেস্ক: ব্যস্ত সময় পার করছে...

রোহিঙ্গা হেড মাঝিকে হত্যা

জেলা প্রতিনিধি: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে তুল...

ববির শিক্ষার্থীদের উপর হামলা

জেলা প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কমপক্ষে ১০ জন শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা