জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অন্যতম সহযোগী আসলাম মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
আরও পড়ুন : শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়
বুধবার (১২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসলাম মিয়া সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকার ভূলো মিয়ার ছেলে।
আরও পড়ুন : বাংলাদেশ যুদ্ধজাহাজ নির্মাণে সক্ষম
এর আগে, আসামী নয়ন মিয়াকে গ্রেফতারের পর রিমান্ডে তার স্বীকারোক্তি ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দীতে নাদিম হত্যাকানণ্ডে আসলাম মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক নাদিম হত্যাকানণ্ডের ঘটনায় গত ৩ জুলাই নয়ন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নয়ন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী আসলাম মিয়া সাংবাদিক নাদিম হত্যাকানণ্ডের ঘটনায় সাথে জড়িত রয়েছেন।
ওসি আরো বলেন, নাদিম হত্যাকানণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৭ জন গ্রেফতার হলো।
আরও পড়ুন : বিএনপির ২ দিনের কর্মসূচি আসছে
নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগমের দাবি, ১৭ জন গ্রেফতার হলেও মামলার এজহারে ২২ জন নামীয় আসামিদের মধ্যে ৫ জন গ্রেফতার হয়েছে। এখনো ১৭ জন আসামি গ্রেফতার হয়নি। দ্রুত সকল আসামিকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি।
জানা যায়, গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।
আরও পড়ুন : বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে উজরা’র সাক্ষাৎ
এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্ণালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন।
সান নিউজ/এমআর