পরের জমিতে আলিশান বাড়ি-দোকান! 
সারাদেশ

পরের জমিতে আলিশান বাড়ি-দোকান! 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): অন্যের জমিতে আলিশান বাড়ি ও দোকানঘর গড়ে আয়েশে থাকছেন উপজেলার দাদপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আমিন বিশ্বাস। এজন্য তিনি পাশাপাশি দুই মৌজায় অবস্থিত দুই শরিক আজিজুর রহমান ও শামসুল হক বিশ্বাস এবং শামসুলের ছেলে মো. হামিদুল হক বকুলের জমি জবরদখল করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

চিতারবাজারের আজিজুর রহমান ও সামছুল হক বিশ্বাসের অভিযোগ, ৭০নং মোবারকদিয়া মৌজার বি এস খতিয়ান নং-৪৫, বিএস দাগ নং-৩৮৬তে ২৯ শতাংশ চান্দিনা জমি ছিল তাদের। এর মধ্যে তাদের তিন মেয়েকে পাঁচ শতাংশ করে ১৫ শতাংশ জমি লিখে দেন তারা। বাকি চৌদ্দ শতাংশ থেকে পৌনে পাঁচ শতাংশ বিক্রি করেন বাজিতপুরের আকবর বিশ্বাসের ছেলে আমিন বিশ্বাসের কাছে। কিন্তু স্থানীয়ভাবে প্রভাবশালী আমিন বিশ্বাস কেনা জমির চেয়ে আরো ৪/৫ শতাংশ জমি পর্যায়ক্রমে জবরদখল করেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এছাড়া চিতারবাজারের পার্শ্ববর্তী বাজিতপুর মৌজার ১৫নং খতিয়ানের ২৯০নং দাগে অবস্থিত শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুলের বসতবাড়ির প্রায় দুই শতাংশ জমিও আমিন বিশ্বাস জোর করে দখল করেছেন। তার নবনির্মিত তিনতলা আলিশান ভবনের একাংশ পড়েছে ওই দুই শতাংশ জায়গায়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক হলেও আমিন বিশ্বাস প্রতিবারই শেষ পর্যন্ত সালিশ বর্জন করায় বিষয়টির কোনো সুরাহা হয়নি। প্রতিকার চেয়ে শামসুল হক বিশ্বাসের ছেলে মো. হামিদুল হক বকুল ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানান। গত ৯ মার্চ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৫নং খতিয়ানের ২৯০নং দাগের নালিশি জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন আদালত।

অভিযুক্ত আমিন বিশ্বাসের বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা