জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে পুলিশসহ নিহত ২
রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীরা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার, হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।
তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
আরও পড়ুন : ভালুকায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
স্থানীয় সূত্র জানায়, দুপুরে চার কিশোরী উপজেলার হোড়গাঁও এলাকায় একটি পুকুরে পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনজন গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            