সারাদেশ

বোয়ালমারীতে পুলিশি বাধায় পন্ড বিএনপির সম্মেলন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা বিএনপির যৌথ কর্মীসভা পুলিশের বাধায় পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন : আ’লীগের হাতে স্বাধীনতার সূর্য উদিত হয়

আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপি কর্মিসভা করার সিদ্ধান্ত নেয়ার কারনে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় বিএনপির সভাটি বন্ধ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। শুক্রবার (২৩ জুন) সকাল ১১ টায় পৌর সদরের পাঞ্জারী একাডেমি প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

বোয়ালমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান (মাশুক)। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে ৪৭৭ শিশু নিহত

বিশেষ বক্তা ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল।

জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের উদ্দ্যেশ্যে এ কর্মীসমাবেশের আয়োজন করে দলটি। এ উপলক্ষে কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দদের উপস্থিতে সকাল ১০টায় কর্মীসভা শুরু হয়। এসময় পুলিশ সভাস্থলে পৌঁছে সভাটি বন্ধ করার জন্য নির্দেশ দেন। এতে আগত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ ১০ মিনিট সময় বেধে দেয়। এ নিয়ে পুলিশের সাথে নেতাকর্মীরা তর্ক-বিবাদে জড়িয়ে পড়লে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। এসময় সভার বাইরে থাকা দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান দিতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশকে লক্ষ্যে করে ইট পাটকেল ছুঁড়লে কয়েকজন পুলিশ সামান্য আহত হয়। এসময় সভাস্থলে থাকা নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। লাঠিচার্জে বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, যুবদল নেতা ইমরান হোসেনসহ বেশ কয়েজন নেতাকর্মীরা আহত হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলাম।

আরও পড়ুন : আমাদের মুক্তির কাণ্ডারি শেখ হাসিনা

সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জানান, একটি দলের ইঙ্গিতে পুলিশ আমাদের উপর হামলা চালায়। যুগপৎ আন্দোলন তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠনের উদ্দ্যেশ্যে আমরা কর্মী সমাবেশের আয়োজন করেছিলাম।

এ ব্যপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর বলেন, পুলিশের থেকে পূর্ব অনুমতি নেওয়ার পরেও আমাদের শান্তিপূর্ণ সমাবেশে সরকারের লাঠিয়াল বাহিনী পুলিশ অতর্কিত হামলা চালিয়ে বন্ধ করে দিয়েছে। পুলিশের লাঠিচার্জে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে।

আরও পড়ুন : ঈদে ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপি কর্মিসভা করার সিদ্ধান্ত নেয়ার কারনে আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ করতে বলা হলেও বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠান চালিয়ে গেলে সভাটি বন্ধ করে দেয় পুলিশ। সেখানে কাউকে লাঠিপেটা করা হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা