জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় আরাফাত হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
আরও পড়ুন : উখিয়ায় ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!
শনিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরাফাত একই উপজেলার রানিহাটি ইউনিয়নের ঢোরবোনা গ্রামের মো. নাঈম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে শিশু আরাফাত নিজ বাড়ি ঢোরবোনা থেকে ইজিবাইকে করে মায়ের সঙ্গে হরিনগর নানার বাড়িতে আসছিল। হরিনগর মোড়ে পৌঁছালে নানাকে দেখতে পায় আরাফাত। এসময় ইজিবাইক থেকে নেমে দৌড় দেয়। এমন সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            