জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল মিয়া (৩২) নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে।
আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর এলাকায় এ ঘটনা ঘটে।
সিদলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জুয়েল মিয়া ঐ ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত ১
চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুয়েল মিয়া সাহেবের চর এলাকার দেলোয়ারের ঘর মেরামত করতে টিনের চালের ওপর উঠেন। টিনের চালে বিদ্যুতের তার লেগে থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            