ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জলবায়ু সহিষ্ণু মাছ চাষ প্রদর্শনী অনুষ্ঠানে ৫ জন মৎস্য খামারীর মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার
সোমবার (৫ জুন) বেলা বারোটার দিকে উপজেলা পরিষদের চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরনওপাড়া গ্রামের পাঁচটি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: হাফিজা জেসমিন, পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ, এস, এম, সানোয়ার রাসেল, রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলী ফকির, প্রমুখ।
সান নিউজ/এমআর