অশ্বিনী কুমারের নামে কলেজের নামকরণের দাবিতে উদীচীর স্মারকলিপি
সারাদেশ

অশ্বিনী কুমারের নামে কলেজের নামকরণের দাবিতে উদীচীর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: সরকারি বরিশাল কলেজের নাম অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবিতে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী বরিশাল জেলা সংসদ স্মারকলিপি দিয়েছে। প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জেলা প্রশাসক বরাবরে ওই স্মারকলিপি প্রদান করে উদীচী।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসককেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে অশ্বিনী কুমার দত্ত কলেজ নামকরণে সরকারি প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বানও জানায় উদীচী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘ব্রিটিশ আমলে বরিশালের শিক্ষা, রাজনীতি এবং জ্ঞান অন্বেষণে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন অশ্বিনী কুমার দত্ত। পশ্চাৎপদ জনপদে শিক্ষা বিস্তারের জন্য বরিশাল নগরীর কালিবাড়ি রোডে প্রথমে ১৮৮৪ সালে তিনি বাবার নামে প্রতিষ্ঠা করেন ‘ব্রজমোহন বিদ্যালয়’। উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ১৮৮৯ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রজমোহন কলেজ’। এই মহাবিদ্যালয়ে নিজে বিনা বেতনে শিক্ষকতাও করেছেন অশ্বিনী কুমার। ১৯২৩ সালে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যাওয়ার পর কালীবাড়ি রোডে অবস্থিত তার নিজস্ব বাসভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকে।’

‘তৎকালীন পাকিস্তান সরকার মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনটি রিকিউজিশন করে এবং তিনি সর্বদা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন বলে তার বাসভবনে ব্রজমোহন কলেজের কসমোপলিটান ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে তার বাসভবনে প্রতিষ্ঠা করা হয় ‘বরিশাল নৈশ মহাবিদ্যালয়’। বাংলাদেশের স্বাধীনতার পর নৈশ কলেজটিকে প্রথমে বরিশাল দিবা ও নৈশ কলেজে রূপান্তর করা হয়। পরে এটির নাম হয় ‘বরিশাল কলেজ’। ১৯৮৬ সালে জাতীয়করণ হলে কলেজটির নাম হয় ‘সরকারি বরিশাল কলেজ’।’

স্মারকলিপিতে উদীচী উল্লেখ করে, ‘অবহেলিত এবং অন্ধকারে নিমজ্জিত বরিশালের রেনেসাঁর অবতার অশ্বিনী কুমার দত্ত। মহাত্মা অশ্বিনী কুমার কেবল বরিশাল নয়, বৃহত্তর বরিশালসহ নোয়াখালী অঞ্চলের শিক্ষা সংস্কৃতির পথ সুগম করেছেন। তিনি শিক্ষার আলোকে আমাদের আলোকিত করেছেন। দীর্ঘদিন ধরে অশ্বিনী কুমারের বাড়িতে থাকা বরিশাল কলেজের নাম বদলে তার নামে করার দাবি তোলা হয়। বর্তমান জেলা প্রশাসকের কাছেও একই দাবি জানানো হলে বিষয়টি তদন্ত করে গত ফেব্রুয়ারি মাসে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন। ওই সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।’

‘উদীচী সেই পদক্ষেপের চূড়ান্ত রূপ দেখতে চায়’ উল্লেখ করে এই বিষয়টি কেউ যেন অন্যদিকে নিয়ে যেতে না পারেন, সেজন্য বরিশালের সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বানও জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ‘অশ্বিনী কুমার দত্তের নাম বরিশাল কলেজের সঙ্গে যুক্ত করা কোনো একক ব্যক্তির প্রচেষ্টা নয়। তাই এটিকে ব্যক্তিগতভাবে যারা দেখছেন, তারা ভুল করছেন। এই দাবির পক্ষে দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের অবদান রয়েছে। সমষ্টিগত দাবির ফসল সরকারের প্রস্তাবনা। সরকার এই দাবি বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু একটি মহল সেই দাবির বিপক্ষে অবস্থান নেওয়ায় নতুন করে দাবি তুলতে হচ্ছে। এই প্রস্তাবনার সঙ্গে সবাই থাকবেন এবং আছেন বলেই উদীচী মনে করে।’

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট বিশ্বনাথ দাস মুনশী। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক আশরাফুর রহমান সাগর, সঙ্গীত বিষয়ক সম্পাদক মিঠুন রায় প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা