শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : নওগাঁর পোরশায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস পড়ে খাদে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে হাসপাতালে নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : কেশবপুরে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা স্মারক প্রদান
স্থানীয় সূত্রে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের উপজেলার পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুরের সিমানা এলাকায় আসলে বাসটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া আটটা পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানা যায়।

এ দুর্ঘটনায় অন্তত ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে। হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ভোলায় ডা.আফতাব ইউসুফ রাজের ফ্রি মেডিকেল ক্যাম্প
মাদারীপুর পুলিশ সুপার মো: মাসুদ আলম বলেন, এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            