নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় দৈনিক ভোরের কাগজের সাংবাদিক আছাদুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের সালথা প্রেসক্লাব ও সালথা অনলাইন সাংবাদিক ফোরাম।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সালথা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফ এম মহিউদ্দিন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক মনির মোল্যা। প্রেসক্লাবের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে সাংবাদিক নেতা আছাদুজ্জামান সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের যেকোনো সমস্যায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সান নিউজ/এআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            