সারাদেশ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক:

যশোর: ভারত থেকে চোরাইপথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছেন বাংলাদেশি রাখাল আল আমিন (২৫)।

সোমবার (২৭ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। আহত আল আমিন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

রাত ১১টার দিকে আল আমিনসহ ৩-৪ জন বাংলাদেশের পাঁচভুলোট সীমান্তের বিপরীতে ভারতের বন্যাবাড়িয়া ক্যাম্পের পাশ দিয়ে ভারতে ঢোকার চেস্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। ওই গুলি আল আমিনের ডান হাতে লাগে। ওই সময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আল আমিনের বাবা আহাদ আলী বলেন, ‘আল আমিন মাঝে মাঝে ভারতে যান মালামাল ও গরু আনতে। সোমবার রাতেও একই উদ্দেশ্য নিয়ে তারা ৩-৪ জন মিলে ভারতে যাচ্ছিলেন। এ সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আমার ছেলের ডান হাতে গুলি লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করাচ্ছি।’

পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেনও এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা