কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ইউপি সদস্যের বাড়ী থেকে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ সাইফুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জালাল মন্ডলের পুত্র।
পুলিশ জানায়, সোমবার (১৪ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, রুহুল আমীনসহ সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামে ইউপি সদস্য জালাল মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইউপি সদস্য জালাল মন্ডল পালিয়ে যায়। তারা পিতা-পুত্র উভয়ই মাদক ব্যবসায়ী।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।
সান নিউজ/এনকে