সারাদেশ

মুন্সীগঞ্জ জেলা শহর যানজটে নাকাল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা শহরের প্রধান দুই সড়কে যানজট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়ক ও পুরাতন প্রধান সড়কে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ যানজট এখন প্রতিদিনের সঙ্গী শহরবাসীর। দুপুরের দিকে যানবাহন চলাচল কম থাকায় তেমন যানজট দেখা না গেলেও শেষ বিকেলেও আবার যানজটের দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণকে।

আরও পড়ুন: মাদক কারবারির সঙ্গে গোলাগুলি হয়েছে

এতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও পুরাতন প্রধান সড়কের পুরাতন কাচারী এলাকা থেকে থানারপুল চত্বর পর্যন্ত যানজটের কবলে নাকাল হয়ে উঠেছেন শহরবাসী। ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচলের আধিক্যের কারনেই এ যানজটের সৃষ্টি হয়ে থাকে বলে মনে সকলেই।

পাশাপাশি সড়কের দু’পাশের ফুটপাত দখল করে অসংখ্য ভ্রাম্যমান দোকানপাট গড়ে উঠার কারনেই যানজট পিছু ছাড়ছে না নগরবাসীকে। শহরের পুরাতন সড়কের পোষ্ট অফিস এলাকায় ফুটপাত গড়ে উঠেছে অর্ধশতাধিক অস্থায়ী দোকানপাট। তাছাড়া শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমী ঘেঁষে বেশ কিছু সংখ্যক দোকান গড়ে উঠেছে।

আরও পড়ুন: চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

এদিকে, শহরের ব্যস্ততম পুরাতন কাচারী চত্বর, শহর বাজারের সামনে ও থানারপুল চত্বরে সড়কের উপর গড়ে উঠেছে ইজিবাইক-অটোরিকশার স্ট্যান্ড। এতে করে সকাল ৯ টার দিকে পুরাতন কাচারী থেকে সরকারি হরগঙ্গা কলেজ পর্যন্ত, পুরাতন কাচারী থেকে শহরের প্রধান বাজার, থানারপুল চত্বর থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পর্যন্ত যানজট শুরু হয়ে থাকে।

আর যানজটের কারনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যথা সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌছতে বিড়ম্বনায় পড়তে হয়। সরকারি-বেসরকারি চাকুরীজীবীদের কর্মস্থলে যেতে পড়তে দুর্ভোগে।

আরও পড়ুন: আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

পথচারী আলম মিয়া বলেন, জেলা শহরের প্রধান দুই সড়কের একটি হচ্ছে বঙ্গবন্ধু সড়ক, যা জুবলী রোড পরিচিত। অপর সড়কটি হচ্ছে পুরাতন প্রধান সড়ক। শহরের পুরাতন কাচারী থেকে থানারপুল চত্বর পর্যন্ত চলে গেছে এ দু’টি সড়ক। এক কিলোমিটার দুরত্বের ওই দু’টি সড়কে বড় আকারের কোনো যানবাহন চলাচল করে না।

তিনি আরও বলেন, কেবল অটোরিকশা ও ইজিবাইক চলাচল করে থাকে। তবু যানজট আমাদের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজে শিক্ষার্থীদের যাওয়া-আসা ও চাকুরীজীবীদের কর্মস্থলে যাতায়াতের সময় এ যানজট প্রকট আকারে দেখা যায়।

শহরের মালপাড়া এলাকার কিন্ডার গার্ডেন স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়েই যানজটের কবলে পড়েন মা নাসরিন বেগম। শহরের প্রধানকেন্দ্র থানারপুল চত্বরে যানজটের কবলে অন্তত ২০ মিনিট অটোরিকশাতে বসে থাকতে হয় তাকে।

আরও পড়ুন: আইডি হ্যাক করে প্রতারণা, গ্রেফতার ৩

নাসরিন বেগম বলেন, সড়কের দু’পাশ হকারদের চলে গেছে। পাশাপাশি অসংখ্য অটোরিকশা ও ইজিবাইক একইসঙ্গে ছুটছে। তাই যানজট লাগছে।

মুন্সীগঞ্জ পৌরসভার বাজার ব্যবস্থাপক হুমায়ুন ফরিদ বলেন, সড়কের পাশে ভাসমান দোকানপাট স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত সচল রাখতে ব্যবসায়ীদের তাদের প্রতিষ্ঠানের সামনে কোনো প্রকার মালামাল না রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব বলেন, ফুটপাত দখল করে ব্যবসা ও অটোরিকশা-ইজিবাইকের আধিক্যের কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে আমরা নতুন পরিকল্পনা নিচ্ছি। ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের...

আগামীকাল দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জ...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা