সারাদেশ

গৌরীপুরে দুই মুখ, চার চোখ বিশিষ্ট গরুর জন্ম

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে এক মাথায় দুই মুখ, চার চোখ বিশিষ্ট গরুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া গরুটি দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব মিয়ার গাভী দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি বকনা বাছুরটি প্রসব করে।

মোতালেব মিয়া বলেন, আমি দশ বছর আগে ৮ হাজার টাকা দিয়ে এই গরু কিনেছিলাম। এরপর চারটা গরু হয়েছে। এইবার এমন গরু জন্ম নিল। খবর এলাকায় ছড়িয়ে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করছে। জন্ম নেয়ার গরুর দুইটি মাথা, চারটি চোখ, দুই মুখ, দুই কান ও চারটি পা রয়েছে। তবে, ‘জন্ম নেয়ার পর থেকে সেটি দাড়াতে পারছে না। চামিচ দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো হচ্ছে।’

গৌরীপুর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, গরুটি আমার হাতে প্রসব করানো হয়েছে। ধারণা করা বাছুরটির মন্তিস্ক দুটি। তবে, মাথাটা জোড়া লাগানো হলেও মুখ দুটি, কান দুটি ও চারটি চোখ রয়েছে।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, এটা সাধারণত জ্বিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোন ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোন সংক্রামক রোগের কারণে এটা হতে পারে। এটি শাহীওয়াল জাতের গাভী ক্রস গাভীর বাছুর।

এটি বাঁচবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারীকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে। তবে এমন বাছুর প্রসব খুব একটা দেখা যায় না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা