সারাদেশ

টুঙ্গিপাড়ায় ছাত্রদের সঙ্গে মতবিরোধে প্রধান শিক্ষক অবরুদ্ধ

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় ছাত্র-শিক্ষক মতানৈক্যের জেরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষককে ঘন্টাব্যাপী স্কুলে আটকে রেখেছিল।

শনিবার (১৮ জুলাই) উপজেলার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, বেলা ১১টার দিকে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস স্কুলের অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা করতে স্কুলে ডেকে পাঠান। ছাত্ররা স্কুলে হাজির হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসলে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দেয়। ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষকের আগেও কিছু বিষয়ে মতবিরোধ থাকায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে তারা স্কুলের গেটের সামনে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং মূল গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এবং স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান খালিদ হোসেন সেখানে উপস্থিত হন। তারা স্কুলের ছাত্র এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ হোসেন সাংবাদিকদের জানান, ছাত্র ও শিক্ষকদের মাঝে ভুল বোঝাবুঝির সৃস্টি হয়েছিল। উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা