সারাদেশ

বাংলাবাজারে চার স্তরের নিরাপত্তা

শফিক স্বপন, মাদারীপুর: পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে চার স্তরের নিরাপত্তায় চাদরে ঢেকে দেয়া হয়েছে শিবচরের বাংলাবাজার ( ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাট, জনসভাস্থলসহ আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকা।

আরও পড়ুন: বাংলাদেশকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

শুক্রবার (২৪ জুন) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সভাস্থলে উপস্থিতি বাড়তে থাকে। বাংলাবাজার ( ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাট, এক্সপ্রেসওয়েসহ পুরো এলাকায় এসএসএফ, র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আকাশে হেলিকপ্টারের মহড়া দিতেও দেখা গেছে।এড়িই মধ্যে প্রস্তুত হয়েছে জনসভার মঞ্চ। তবে জনসভাস্থলে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাবাজার (ইলিয়াস আহমেদ চৌধুরী) ঘাটে জনসভাস্থল ঘুরে দেখা গেছে, চারপাশে নিরাপত্তার বেষ্টনী আইনশৃঙ্খলা বাহিনীর। সকাল থেকে ছিলো ঘাটে মেট্রো পলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের গাড়ি। বেলা ১১টার দিকে বাংলাবাজার ফেরিঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সার্বিক নিরাপত্তার চিত্র তুলে ধরেন পুলিশের আইজিপি।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

জনসভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে বইছে উদ্দীপনা আর আনন্দ। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এতো সদস্য আগে কখনো দেখেনি স্থানীয়রা।

স্থানীয় মো. শুক্কুর আলী বলেন, জনসভার কাছেই আমাদের বাড়ি। পুলিশ-র‌্যাবে পুরা ঘাট ভইরা গেছে। মঞ্চের আশেপাশে কেউ যাইতে পারে না। আমার এলাকায় পদ্মাসেতু, জনসভা আমরা আনন্দিত।

রেহেনা আক্তার নামের এক কলেজছাত্রী বলেন, আমাদের এলাকায় উৎসব বইছে। ঘরে ঘরে আনন্দ। আমরা সকালেই জনসভায় উপস্থিত হবো। ঘাট এলাকায় আমরা এক সাথে এতো পুলিশ, র‌্যাব, সাংবাদিক দেখি নাই।

আরও পড়ুন: দেশের গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন

মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। আমরা এসএসএফ এর সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। ঘাটে আইজিপি মহোদয় এসেছিলেন। সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সকল বিষয় নিয়ে প্রস্তুত রয়েছে বলেও জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা