সারাদেশ

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উঠেছে রোজাদাররা। প্রথম রোজা থেকেই অতিরিক্ত ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল জনজীবন।

আরও পড়ুন: রাবি শিক্ষক হত্যা: দু’জনের মৃত্যুদণ্ড বহাল

তার চেয়েও বড় বিষয় হলো একবার বিদ্যুৎ গেলে আসার আর হদিস থাকে না। গ্রাহক সূত্রে জানা যায়, দিনে রাতে ১৫ থেকে ২০ বার বিদ্যুৎ যাওয়া আসা করে। অসহনীয় তাপমাত্রা ও ভ্যাপসা গরমে দূর্ভোগে পড়েছে এখানকার মানুষজন। লোডশেডিং নিরসনে স্থানীয় পল্লী বিদুৎ নিচ্ছেনা কোনই পদক্ষেপ। এই নিয়ে ভুক্তভোগী সাধারন মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জ্বালানী মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৯ মার্চ) রমজান ও চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ গ্রাহকদের প্রশ্ন-সরকারি নির্দেশনা থাকার পরও কেন এতো লোডশেডিং?

অতিরিক্ত লোডশেডিং,লো ভোল্টেজ ও প্রায় সময়ই বিদ্যুৎ না থাকায় আবাসিক গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,ফিসারিতে মাছ চাষ,মুরগির ফার্মের ব্যবসায়ী ও বিভিন্ন মিল মালিকদের ব্যবসা হচ্ছে ক্ষতির সম্মুখীন। রমজানে বিদ্যুতের ভেলকিবাজি বেড়েছে কয়েকগুণ।

আরও পড়ুন: ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই

গত কয়েকদিন ধরে দিনে রাতে গড়ে প্রায় ১০/১৫ঘন্টা বিদ্যুৎ থাকেনা।দিনের বেলায় গড়ে ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকলেও প্রায় ১০/১২ বার লোডশেডিং হয়। রাতের বেলায় বিদ্যুৎ সুবিধা পাওয়া যায় ৪/৫ ঘন্টা। বিশেষ করে ইফতার,সেহরী ও তারাবি নামাজের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই রোজাদারদের। অপরদিকে ঘনঘন লোডশেডিং ও লো ভোল্টেজের কারনে বৈদ্যুতিক সরঞ্জাম ফ্রিজ, টিভি, ফ্যানসহ নানা ইলেকট্রিক জিনিসপত্র বিকল হচ্ছে।

ঈশ্বরগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতায় প্রায় ১ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। জাতীয় পর্যায়ে গ্যাসের সমস্যা থাকায় বিশেষ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস উত্তোলন বন্ধ রয়েছে। গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির ফলে সারাদেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে। ময়মনসিংহ পবিস-৩ এর বিদ্যুৎ বিতরণের শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ প্রাপ্তি না পাওয়ায় সাময়িক সময়ের জন্য অনাকাঙ্ক্ষিত লোডশেডিং দিতে হচ্ছে।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের একাধিক ব্যবসায়ী জানান, রোজা ও ঈদকে সামনে রেখে বাজারে মানুষের সমাগম বেশি। কিন্তু বিদ্যুৎ না থাকায় সারাদিন প্রচন্ড গরমে অস্থির থাকতে হয়। বিদ্যুৎ একবার চলে গেলে আসার কোন খবর থাকেনা। এমন অবস্থা চলতে থাকলে ঈদের বাজারে আমাদের ব্যবসা ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন: ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জিতলেন পাকিস্তানি আরুজ

এদিকে শিক্ষার্থী মিতু,আয়মান, শাহিন, তাওসিফ জানান, ঘনঘন লোডশেডিং এর কারনে ভ্যাপসা গরমে ঠিকমত পড়ালেখা করতে পারছিনা। এতে আমাদের পড়ালেখায় দারুন ক্ষতি হচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানান ভুক্তভোগী শিক্ষার্থীরা।উপজেলার সোহাগী ইউনিয়নের বাসিন্দা ফরিদ বলেন, দিনে অন্তত ১৫/২০বার বিদ্যুৎ আসা যাওয়া করে। বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে রোযাদারসহ শিশু ও বৃদ্ধদের দারুন কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অনিতা বর্ধন বলেন, ঈশ্বরগঞ্জ জোনাল অফিসে বিদ্যুতের চাহিদা রয়েছে ২০ মেঘাওয়াট। কিন্তু সরবরাহ পাচ্ছি মাত্র ৫ মেঘাওয়াট। ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। আমাদের কিছু করার নেই।

আমাদের কাজ হচ্ছে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করা। যখন বিদ্যুৎ সরবরাহ বাড়বে,তখন আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দিতে পারব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের জন্মদিনে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ...

ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার...

মুন্সীগঞ্জ-১: মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তিন নেতার সমাবেশ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দা...

মুন্সীগঞ্জ শহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, হরতালের হুশিয়ারি

মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তা-ঘাট সংস্কারের দাবিতে...

বিলুপ্তপ্রায় টকপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বসতবাড়ির পাশে প্রায়ই দেখা যায় টকপাতা। পাতা ও ফল টক স্বাদযুক্ত গাঢ় লাল বর্...

ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিনদের ভাতা চালুর ঘোষণা তারেক রহমানের

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর পরিকল্পনা র...

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মিরপুরে আয়ারল্যান্ডের অবিশ্বাস্য প্রতিরোধ ভেঙে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাং...

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে...

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা: সাদ্দাম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেই ভাবেই জবাব দেবে। যদি ত...

ডাক্তারদের বেতন ‘অযৌক্তিক’: আমীর খসরু আন্ডার এমপ্লয়মেন্টের সংকট তুলে ধরলেন

দেশের স্বাস্থ্যখাতে ডাক্তারদের বেতন ও কর্মসংস্থান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা