সারাদেশ

সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ এলাকার মানুষ।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টার এ তাপমাত্রা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। এমন আবহাওয়া আরো দু’দিন থাকার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

প্রয়োজনীয় কাজ ছাড়া এই তীব্র শীতে ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ । ফলে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষগুলোকে।

দিনমজুর বিধান চন্দ্র রায় বলেন, আজ প্রচন্ড শীত লাগছে। ঠান্ডার জন্য কাজে যায়নি। পরিবার নিয়ে কোনরকম খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। এ রকম আরও কয়েকদিন হলে কেমন করে দিন কাটবে জানি না।

বেসরকারি চাকরিজীবী আতিক আলম বলেন, সকাল ৮টার মধ্যে অফিসে যেতে হয়। তাই আরও সকালে ঘর থেকে বের হই। কিন্তু আজকে বাড়ি থেকে বের হয়ে দেখি চারিদিকে ঘন কুয়াশা আর অন্ধকার। সামনের মানুষগুলোকে যেন ভুতের মত মনে হচ্ছে। শীতের কারণে রিকশা না পেয়ে হেঁটে যাচ্ছি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট জানান, হাসপাতালের বেশির ভাগ রোগি ঠান্ডাজনিত কারণে ভর্তি হয়েছেন। এ ছাড়া প্রতিদিন ৮০-১০০ শিশু ও বয়স্ক রোগি ঠান্ডাজনিত কারণে আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। তবে কুয়াশা ও ঠান্ডা বাড়ার সঙ্গে রোগীর সংখ্যাও বাড়বে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা