বদরুল ইসলাম বিপ্লব: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর পাইকপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের ৫০টিরও বেশি টিনসেড ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লাখ টাকা নির্ধারণ করেছে দমকল বাহিনী।
বুধবার রাত সোয়া ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের জেলা ইনচার্জ ফারহাদ হোসেন। স্থানীয় বাসিন্দা ইয়াদুর রহমান বলেন, পাশের বাড়িতে আগুন লাগে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি। আগুনে ১৩টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
কফিল উদ্দীন নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আগুনে যেসব মানুষগুলোর ঘর পুড়েছে তারা সবাই দিনমজুর। প্রত্যেকটা ঘরের কোনকিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরে থাকা চালডাল খাতা কলম, টাকা পয়সা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারগুলো সব হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেল। মহিম নামে একজন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ওই পরিবারগুলোর ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মনে করছি এটাই বুঝি এ জেলার সবচেয়ে বড় অগ্নিকাণ্ডের ঘটনা। একসঙ্গে এতগুলো ঘর আর কোথাও পুড়েনি।
ফায়ার সার্ভিসের জেলা ইনচার্জ ফারহাদ হোসেন বলেন, একটি ইউনিট আড়াই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে খাদ্য সামগ্রী সহ কম্বল বিতরণ করা হয়েছে।
সাননিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            