সারাদেশ

সিরাজদীখানে ৭২ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোট

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার (২৬ ডিসেম্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তবে স্বস্তিতে নেই ভোটাররা। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন তারা।

যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নির্বাচনকে নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তাবলয় জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করাসহ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও জানায় উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ১৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ এবং ১৬টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বেশির ভাগই বাসাইল, লতব্দী এবং বালুচর ইউনিয়নে। ভোটের দিন সবার নজর থাকবে এসব কেন্দ্রের দিকে।

এদিকে, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় এই ১৪টি ইউনিয়নে মোবাইল টিমসহ ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৮ টি টিম, স্ট্রাইকিং ফোর্স ৪ টি ও সাদা পোশাকেসহ ১ হাজার পুলিশ সদস্য, ২ হাজার ৪৪৮ জন আনসার ও ভিডিপি সদস্যরা থাকবে।

তবে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার মধ্যরাত থেকে উপজেলায় নিয়ম অনুযায়ী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এখন চলছে ভোটারদের হিসাব-নিকাশ।

এ উপজেলার ১৪ টি ইউপিতে চেয়ারম্যন ৬৬, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১৪ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৯৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লক্ষ ২২হাজার ৩৯৯ জন এবং মহিলা ভোটার ১লক্ষ ১৬হাজার ৫৪৪ জন। ১৪টি ইউনিয়নের ১৪৪টি ভোট কেন্দ্রে, ৬৭৬টি বুথে ভোট গ্রহণ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ও আনসারের ভ্রাম্যমাণ টিম প্রস্তুত থাকবে।

সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) রাশেদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী জানান, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কোনো রকমের গোলযোগ যাতে না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা