সারাদেশ

উলিপুরে ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ১৩টি ইউনিয়নে ২৬ ডিসেস্বর (রোববার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপজেলার থেতরাই, দলদলিয়া, দুর্গাপুর, পান্ডুল, বুড়াবুড়ি, ধরনীবাড়ী, ধামশ্রেনী, গুনাইগাছ, বজরা, তবকপুর, হাতিয়া, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের ১৩৭টি কেন্দ্রে ৮২৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৩৭জন প্রিজাইডিং, ৮২৪জন সহকারি প্রিজাইডিং ও ১ হাজার ৬৪৮জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য অফিসারগণের মাধ্যমে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।

উপজেলার বেগমগঞ্জ ও সাহেবের আলগা ২টি ইউনিয়ন দুর্গম অঞ্চল হওয়ায় ব্যালট পেপার আগেই পাঠানো হয়েছে। বাকী ১১টি ইউনিয়নে ২৬ তারিখ ভোট গ্রহণের দিন সূর্যদয়ের সাথে সাথেই ব্যালট পেপার সরবরাহ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৭০০জন পুলিশ ও ২ হাজার ৩২৩জন আনসার সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশের পাশাপাশি ১ কোম্পানি র‌্যাব ও ৪ প্লাটুন বিজিবির সদস্য কর্মরত থাকবেন।

উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব বলেন, উপজেলায় ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৮৬জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ২০জন, সাধারণ আসনে সদস্য পদে ৫৮৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টি ইউনিয়নে ২ লাখ ৮৭ হাজার ৯৮৩জন ভোটার রয়েছে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৪জন পুরুষ এবং ১ লাখ ৪৫ হাজার ৯৭৯ জন নারী ভোটার রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা