প্রার্থীতা হারালেন ঠাকুরগাঁওয়ের নৌকার প্রার্থী অখিল চন্দ্র বর্মন
সারাদেশ

প্রার্থীতা হারালেন ঠাকুরগাঁওয়ের নৌকার প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের ২১ নং ঢোলারহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অখিল চন্দ্র বর্মন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করেও মনোনয়ন ফিরে পেলেন না।

ঋণখেলাপির অভিযোগে গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার শরিফুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আপিল করেন অখিল চন্দ্র বর্মন। আপিল শুনানীতেও একই আদেশ বহাল রাখা হয়।

রোববার (৫ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কার্যালয়ে আপিল শুনানী শেষে আগের বাতিল আদেশ বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ফলে অখিল চন্দ্র বর্মন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের যোগ্যতা হারালেন।

এ অবস্থায় ওই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী থাকলেন মাত্র ২ জন। তারা হলেন, বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ও প্রথম পর্যায়ে নৌকার মনোনয়ন পাওয়া বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর ঢোলারহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রতীক পান বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন। কিন্তু তার বিরুদ্ধে জিআর চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা থাকায় ২৪ নভেম্বর বিকেলে তার মনোনয়ন বাতিল করে অখিল চন্দ্র বর্মনকে দলীয় মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত ঢোলারহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৩ জন।

এরমধ্যে যাচাই বাছাইকালে নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র বর্মনের মনোনয়ন বাতিল হয়ে যায়। প্রার্থী অখিল চন্দ্র বর্মন ২০১৪ সালে ঠাকুরগাঁও জেলার জনতা ব্যাংক লি: রুহিয়া শাখা হতে ৫০ হাজার টাকা ঋণ নেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত তিনি ঋণ পরিশোধ করেন নি। ২৮ নভেম্বর তিনি সুদাসলসহ প্রায় ৯৫ হাজার টাকা পরিশোধ করেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম জানান, মনোনয়নপত্র দাখিলের পূর্বে ঋণ পরিশোধ না করায় রিটার্নিং অফিসার অখিল চন্দ্র বর্মনের মনোনয়ন বাতিল করেন। আপিল শুনানীতে তিনি উপযুক্ত কারণ ব্যাখা করতে না পারায় পূর্বের আদেশ বহাল রাখা হয়েছে। তবে সংক্ষুদ্ধ ব্যক্তি ইচ্ছে করলে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন।

এ ব্যাপারে মনোনয়ন বাতিল হওয়া নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র বর্মন জানান, আমি ব্যাংক ঋণের টাকা ইতোমধ্যে পরিশোধ করেছি। রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বাতিল করায় আমি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সুবিচার পাইনি। তাই আমি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হবো।

এদিকে ৩০ নভেম্বর সীমান্ত কুমার বর্মনকে দুদকের মামলা হতে অব্যাহতি দিয়েছে স্পেশাল আদালত। তদন্তকারী কর্মকর্তা দুদকের ওই মামলায় চূড়ান্ত রিপোর্ট দাখিল করায় আদালত ওই রিপোর্ট গ্রহণ করে মামলার সকল আসামীকে অব্যাহতি প্রদান করেন। সেই সাথে মামলাটি নথিজাত করার আদেশ দেন।

সান নিউজ/বি/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় শীতল লাভায় নিহত ৬৭

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার স...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

আ’লীগ সংবিধানের বাইরে যাবে না

নিজস্ব প্রতিবেদক : যতই বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের...

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

বড়াইগ্রামে পুকুর খননের দায়ে জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে পুকুর খনন ও মহ...

ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বা...

কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে কারিগরি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা